Monday, July 1, 2024

রাজ্যের BDO অফিসে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ, মাসিক বেতন ১৫,০০০ টাকা! জেনে নিন আবেদন পদ্ধতি

যারা Deo অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি করতে চান তাদের জন্য সুখবর। সম্পতি রাজ্যের BDO অফিসে ডাটা এন্ট্রি অপারেটর সহ আরও একটি পদে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে মাসিক বেতন ১৫,০০০/- টাকা থেকে শুরু চাকরি নিযুক্ত প্রার্থীদের। তাই আপনি যদি এই বিষয়ে আগ্রহী হয়ে থাকেন জেনে নিন আবেদন পদ্ধতি সহ বিস্তারিত সম্পূর্ণ তথ্য।

 

• পদের নাম: এখানে পদের নাম হচ্ছে Data entry operatorAccountant

বয়সসীমা: উল্লেখিত দুটি পদের জন্য চাকরিপ্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হলেই আবেদন করতে পারবেন।

• শূন্যপদ: এখানে data entry operator ও Accountant পদের জন্য শূন্যপদ সংখ্যা রয়েছে ২ টি।

• যোগ্যতা: চাকরি-প্রার্থীদের এখানে আবেদন করার জন্য দুটি পদে যোগ্যতা চেয়েছে যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়/ কলেজ থেকে গ্রাজুয়েশন পাস, সেই সাথে থাকবে হবে কম্পিউটার চালানোর অভিজ্ঞতা ও MS word এ কাজ করার অভিজ্ঞতা।

 

মাসিক বেতন: এখানে DEO পদের মাসিক বেতন ১৫,০০০/- টাকা এবং Accountant পদের বেতন ১১,০০০/ টাকা।

• নিয়োগ স্থান: রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলা থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। চাইলে অন্য জেলার প্রার্থীরাও আবেদন করতে পারেন।

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে চাকরি-প্রার্থীদের ৮/০৭/২০২৪ তারিখের মধ্যে নিচে দেওয়া ঠিকানায় ভিজিট করে অথবা পোস্ট অফিসের মাধ্যমে নিজের আবেদন ফরমটি পাঠাতে হবে। আবেদন ফর্ম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া আছে যার ডাউনলোড লিংক নিচে দেওয়া হল।

• নিয়োগ প্রক্রিয়া: এখানে ৫০ নম্বরে লিখিত পরীক্ষা, ৫০ নম্বরের কম্পিউটার টেস্ট এবং ১০ নম্বরের পার্সোনালিটি টেস্টের পার পার্থী নিয়োগ করা হবে।

• আবেদনপত্র জমা করার ঠিকানা: Rupashree Prakalpa under DPMU, Paschim Medinipur situated in the PUP Building

•প্রয়োজনীয় ডকুমেন্ট: আবেদন ফর্মের সাথে নিজের আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, মাধ্যমিক ও গ্রাজুয়েশন পাশের সার্টিফিকেট লাগবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

Telegram channel joining logo

আপনার জন্য
WhatsApp Logo