Sunday, December 22, 2024

দিতে হবে না ১ টাকাও, Axis ব্যাংকে অসংখ্য শূন্য পদে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদন পদ্ধতি

আপনার কি হচ্ছে ব্যাংকে চাকরি করার? যদি থেকে থাকে তাহলে আপনার জন্য আমাদের এই বিশেষ প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেশের অন্যতম একটি বড় ব্যাংক Axis Bank তাদের বেশ কিছু পদে প্রচুর পরিমাণে শূন্য পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে কোন প্রকার কোন আবেদন মূল্য ছাড়াই আবেদন করতে পারবেন চাকরি-প্রার্থীরা। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেই।

 

• পদের নাম: এখানে Axis Bank এর যে পদে কর্মী নিয়োগ হবে তার নাম হচ্ছে  branch relationship manager।

• শূন্যপদ: অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নাই এখানে শূন্যপদ সংখ্যা কতো।

•শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীরা এখানে যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন হলেই আবেদন করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

Axis Bank post qualification

• মাসিক বেতন: এখানে যারা চাকরি পাবেন তাদের মাসিক বেতন Axis Bank এর বেতন স্কেল অনুযায়ী প্রদান করা হবে।

 

• বয়সসীমা: এখানে আবেদন করার জন্য বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর। তবে বয়সের কোনো উর্ধ্বসীমা নেই।

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরিপ্রার্থীদের নিচে দেওয়া ‘Apply Now’ অপশনে ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে। তবে আবেদন করার পূর্বে উক্ত পদ সম্পর্কে বিস্তারিত সবকিছু পড়ে নেবেন। এরপর নিজেকে CV/ resume upload করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

• আবেদন মূল্য: এখানে আবেদন করার জন্য কোন প্রকার কোন আবেদন মূল্য দিতে হবে না। শর্টলিস্টে নাম উঠলে এরপর আবেদনকারীদের এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

• আবেদনের শেষ তারিখ: ASAP

• আবেদন করুন: Apply Now

Telegram channel joining logo

আপনার জন্য
WhatsApp Logo