Monday, July 1, 2024

বিনামূল্যে ল্যাপটপ ও ওয়াইফাই, Amazon এ নতুন করে ওয়ার্ক ফর্ম হোম জবে কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি

বেশ কিছু আগেই অ্যামাজনের একটি ওয়ার্ক ফর্ম হোম জবের প্রতিবেদন প্রকাশ করেছি আমরা। তবে সম্প্রতি অ্যামাজন ইন্ডিয়ার তরফ থেকে নতুন করে ফের একবার ওয়ার্ক ফর্ম হোম জবের (Amazon work from home job opportunity) জন্য কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে বাড়িতে বসে কাজ করার জন্য কোম্পানির তরফ থেকে বিনামূল্যে ল্যাপটপ ও ওয়াইফাই কানেকশন দেওয়া হবে। চলুন এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জেনে নেই।

 

পদের নাম: এখানে অ্যামাজনের নতুন যে দুটি পদ পদে কর্মী নিয়োগ হবে তার নাম হচ্ছে নাম হচ্ছে, Amazon Customer Service এবং Customer Service Associate,

• শিক্ষাগত যোগ্যতা: উল্লেখ্য এই পদের জন্য দেশের যেকোনো স্বীকৃতি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে শুধুমাত্র গ্রাজুয়েশন পাশ হলেই আবেদন করতে পারবেন প্রার্থীরা।

• মাসিক বেতন: এখানে যারা চাকরি পাবেন তাদের প্রতি মাসে বেতন ৪০,০০০/- টাকা করে দেওয়া হবে কোম্পানির তরফ থেকে।

• বয়সসীমা: অফিসিয়াল বিজ্ঞপ্তিতে অ্যামাজনের তরফ থেকে উক্ত পদের জন্য কোন বয়সসীমা উল্লেখ করা হয়নি।

 

• চাকরি ধরন: এটি একটি ওয়াক ফর্ম হোম জব। যারা এখানে চাকরি পাবেন তাদের রাত জেগে কাজ (night shift job) করতে হবে। এবং অ্যামাজনের তরফ থেকে free laptop+WiFi প্রদান করা হবে এখানে। এছাড়াও বাকি তথ্য আবেদন করার সময় অ্যামাজনের অফিসিয়াল পেজ থেকে দেখে নেবেন।

• আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক যোগ্য চাকরিপ্রার্থীদের যত দ্রুত সম্ভব নিচে দেওয়া অ্যামাজনের ক্যারিয়ার ওয়েবসাইটে কিংবা Apply Now অপশনে ক্লিক করেও অনলাইনে আবেদন করতে হবে। এরপর অ্যামাজনের তরফ থেকে ইমেইল আসার জন্য অপেক্ষা করতে হবে চাকরিপ্রার্থীদের। জানিয়ে রাখি যে নিচে অ্যামাজনের ৮ টি আবেদন লিংক দেওয়া হলো। আবেদন করার পূর্বে সবকিছু বিস্তারিত পড়ে নেবেন

 

• বিঃদ্রঃ – আবেদন করার পর অবশ্যই মাঝে মধ্যে নিজের Email inbox চেক করবেন। কারণ অ্যামাজনের তরফ থেকে আপনার কাছে ইমেইল করা হতে পারে। একই সাথে বলে রাখি যে, আমরা শুধুমাত্র একটি চাকরির খবরের সংস্থা কোনো কোম্পানি তাদের প্রার্থীদের কিভাবে নিয়োগ করবে অথবা কোম্পানির তরফ থেকে প্রার্থীর কাছে কোন Email বা কল আসবে কিনা এই বিষয়ে আমাদের কাছে কোন তথ্য নেই। আমাদের কাজ শুধুমাত্র চাকরির ভেকেন্সি বের হলে তার আপডেট দেওয়া বা খবর প্রকাশ করা।

১. আবেদন করুন: Apply Now

২. আবেদন করুন: Apply Now 

৩. আবেদন করুন: Apply Now

৪. আবেদন করুন: Apply Now

৫. আবেদন করুন: Apply Now

. আবেদন করুন: Apply Now

৭. আবেদন করুন: Apply Now

আরও পড়ুন: সেন্ট্রাল ব্যাংকে অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগ, যোগ্যতা ৮ম শ্রেণী পাশ।

Telegram channel joining logo

আপনার জন্য
WhatsApp Logo