মিনিস্ট্রি অফ লেবার এন্ড এমপ্লয়মেন্টের অধীনে থাকা ‘ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসের’ (NCS) অফিসিয়াল ওয়েবসাইটে সম্প্রতি এয়ারপোর্টে কর্মী নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যাদের এয়ারপোর্টে চাকরি করা স্বপ্ন রয়েছে তাদের জন্য চাকরি পাওয়ার এটি একটি সুবর্ণ সুযোগ।
এয়ারপোর্টে কোন পদে নিয়োগ করা হবে? কী শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবেন?, মাসিক বেতন কত হবে এবং কী করে আপনারা আবেদন করবেন-এই সকল বিষয়ে জানতে আমাদের এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে দেখুন।
▪ পদের নাম: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এয়ারপোর্টে মূলত এয়ারপোর্ট গ্রাইন্ড স্টাফ (Airport Ground Staff) পদে নিয়োগ করা হবে।
▪ মোট শূন্য পদ সংখ্যা: এখানে গ্রাউন্ড স্টাফ পদে মূলত মোট শূন্যপদ সংখ্যা রয়েছে ২০ টি।
▪ যোগ্যতা: আবেদন করার জন্য প্রার্থীকে অন্ততপক্ষে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তবে এই শিক্ষাগত যোগ্যতা ছাড়াও তার ভালো Communications Skill থাকতে হবে।
▪ বয়সসীমা: আবেদন করার জন্য এখানে প্রার্থীদের সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর তবে সর্বোচ্চ বয়স কত হতে হবে সেই সম্পর্কে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি অর্থাৎ আপনারা যেকোনো বয়সে আবেদন করতে পারেন।
▪ মাসিক বেতন: এয়ারপোর্টে গ্রাউন্ড স্টাফ পদে চাকরি পেলে আপনার সর্বনিম্ন মাসিক বেতন হবে ১৭ হাজার টাকা থেকে এবং আপনি সর্বোচ্চ বেতন পেতে পারেন ৩৪ হাজার টাকা পর্যন্ত।
▪ নিয়োগ প্রক্রিয়া: এখানে নিয়োগের ক্ষেত্রে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র পার্সোনাল ইন্টারভিউ এর ভিত্তিতেই নিয়োগ করা হবে প্রার্থীদের।
• নিয়োগ স্থান: কেন্দ্রীয় সরকারের NCS এর পোর্টাল অনুসারে যারা এয়ারপোর্টে গ্রাউন্ড স্টাফ পদে চাকরি পাবেন তাদের All india অর্থাৎ ভারতের যেকোন এয়ারপোর্টে নিয়োগ করা হতে পারে।
▪ আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা সরাসরি HR- এর ‘8420746792’ নম্বরে কল করে বা ‘oindrilas801@gmail.com’- এই Email ID তে নিজের CV পাঠিয়ে অনলাইন আবেদন করতে হবে ।তবে আগে কল করে সবকিছু ভালো করে শুনে নিয়ে তারপর আবেদন করবেন।
• আবেদন করার শেষ তারিখ: এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে ৩০/০৬/২০২৪ এই তারিখের মধ্যে নিজের আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।
আরও পড়ুন: মাধ্যমিক পাশে ফরেস্ট গার্ড পদে কর্মী নিয়োগ।