এক সপ্তাহের মধ্যেই মিলবে ৫০% DA, রাজ্যের সরকারি কর্মীদের জন্য খুশির খবর! জেনে নিন আপডেট

রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যে খুব ছড়াছড়ি হচ্ছে। খবরটা হলো মহার্ঘ ভাতা বা Dear Allowance নিয়ে। শোনা যাচ্ছে এক সপ্তাহের মধ্যেই নাকি ১৪% থেকে DA বৃদ্ধি পেয়ে হবে ৫০%. এবার এই কথাটা কতটা সত্যি সেটাই জানতে পারবেন আজকের এই প্রতিবেদনে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি খবর যেটা খুব দ্রুত ভাইরাল হচ্ছে- সেটা হল পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের DA বা মহার্ঘ ভাতা বৃদ্ধি করে নাকি ৫০ শতাংশ করা হবে। বেশ কয়েক মাস আগে পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের DA’র পরিমাণ ছিল ৪৬ শতাংশ। পরে আরো ৪ শতাংশ দিয়ে বৃদ্ধি করে তাদের DA করা হয়েছে ৫০%. এবার তাদের দেখাদেখি পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরাও চাইছে যেন তাদের মহার্ঘ ভাতাও বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়।।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

এই দাবি নিয়ে কয়েকদিন আগে সরকারি কর্মচারী সংগঠনের একটি ফেসবুক গ্রুপে একটি পোস্ট করা হয়েছিল। পোস্ট টাতে বলা হয়েছিল যে- ৯০ হাজার বন্ধু যদি একসঙ্গে দাঁড়াই তাহলে ৫০ শতাংশ DA এক সপ্তাহের মধ্যেই হয়ে যাবে। অর্থাৎ সরকারি কর্মচারীরা নতুন করে আবার আন্দোলন করে তাদের DA আদায় করতে চাইছেন।

এবার তাদের এই দাবী কতটা বাস্তবায়িত হবে সেটাই ভাবনার বিষয়। DA বৃদ্ধির আগে রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমান ছিল ১০%।এখন সেটা বৃদ্ধি পেয়ে হয়েছে ১৪ শতাংশ. এবার এই ১৪ শতাংশ মধ্যে আরো ৩৬ শতাংশ বৃদ্ধি পেয়ে সেটা ৫০ শতাংশতে পৌঁছায় কিনা,সেটাই দেখার বিষয়।।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment