Saturday, December 21, 2024

বেতন ২৮,০০০ টাকা, মাধ্যমিক পাশে টাটা স্টিলের প্রচুর কর্মী নিয়োগ! জেনে নিন আবেদন পদ্ধতি

আপনার শিক্ষাগত যোগ্যতা কি মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক অথবা গ্রেজুয়েশন? তাহলে আপনার জন্য একটি একটি চমৎকার সুসংবাদ। দেশের অন্যতম একটি সুনামধন্য কোম্পানি TATA তাদের TATA স্টিলে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে শুরুতেই মাসিক বেতন ২৮,০০০ টাকা দেওয়া হবে। তাই আপনি যদি TATA স্টিলে চাকরির জন্য আবেদন করতে চান প্রতিবেদনটির শেষ পর্যন্ত পড়ুন।

 

 

পদের নাম: টাটা স্টিলের উল্লেখ পদ গুলোর হচ্ছে Production Manager, Ware House Keeper, Accountant, Helper, Plant Base In-charge, Manager, Supervisor, Supervisor, Admin Manager, Belder, Fitter, Machine Operator, Gateman।

শূন্যপদ: এখানে সব মিলিয়ে শূন্যপদ সংখ্যা রয়েছে ৬,০০০ এর মতো।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শিক্ষাগত যোগ্যতা: চাকরি-প্রার্থীদের এখানে মাধ্যমিক/উচ্চমাধ্যমিক/ গ্রাজুয়েশন অথবা ITI সহ বিভিন্ন ডিগ্রীধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

 

বয়সসীমা: এখানে আবেদন করার জন্য বয়স চাওয়া হয়েছে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। পাশাপাশি ST/SC/OBC প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।

মাসিক বেতন: যারা টাটা স্টিলের উল্লেখিত পদগুলোতে চাকরি পাবেন তাদের পদ অনুযায়ী মাসিক বেতন ২৮,৫০০ থেকে ৬৪,৩০০ টাকা দেওয়া হবে।

 

আবেদন পদ্ধতি এবং শেষ শেষ তারিখ: আগ্রহী চাকরি-প্রার্থীদের ৮/৬/২০২৪ তারিখের মধ্যে নিচে দেওয়া অফিসিয়াল লিঙ্কে ক্লিক করে যোগ্যতা অনুযায়ী পদ বেছে নিয়ে তারপর আবেদন করে দিতে হবে। আবেদন করার পূর্বে নিজেকে ওয়েবসাইটে নথিভুক্ত করে নিতে হবে।

নিয়োগ প্রক্রিয়া: ইন্টারভিউ।

নিয়োগ স্থান: পুরো দেশ ব্যাপী বিভিন্ন টাটার স্টিলের ফ্যাক্টরিতে এই নিয়োগ দেবে টাটা।

আবেদন করুন: ক্লিক করুন এখানে

আরও পড়ুন: মাধ্যমিক পাশে HDFC ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ। 

Telegram channel joining logo

আপনার জন্য
WhatsApp Logo