ভারতীয় রেলে ১১ হাজার শূন্যপদে গ্রুপ ডি কর্মী নিয়োগ (Indian Railway Grup D recruitment 2024)। হ্যাঁ ঠিকই শুনেছেন। রেলের তরফ থেকে ১১,০০০ শূন্যপদে কর্মী নিয়োগের একটি বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ করেছে RRB (Railway Recruitment Board)। যেই ক্যালেন্ডারে ২০২৩-২০২৪ অর্থবর্ষে রেলে ১১ হাজার শূন্যপদে কর্মী নিয়োগের ব্যাপারে জানানো হয়েছিল RRB এর তরফ থেকে। চলুন এই বিষয়ে জেনে নেই বিস্তারিত।
পদের নাম: রেলের বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী এখানে ১২ টি পদ যথাক্রমে, সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর, সেফটি ক্যাডার, জুনিয়র টাইম কিপার, স্টেশন মাস্টার, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়ার ইঞ্জিনিয়ার, প্যারা মেডিকেল স্টাফ, স্টাফ এন্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর, জুনিয়ার স্টেনো এবং জুনিয়ার ট্রান্সলেটর।
শূন্যপদ: সব মিলিয়ে এখানে প্রায় শূন্যপদ সংখ্যা রয়েছে ১১ হাজার।
শিক্ষাগত যোগ্যতা: চাকরি প্রার্থীরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা যেমন মাধ্যমিক/ উচ্চমাধ্যমিক/ গ্রেজুয়েশন পাশ হলেই এখানে আবেদন করতে পারবেন।
বয়সসীমা: এখানে নির্ধারিত বয়সসীমা চাওয়া হয়েছে সাধারণত ১৮-৩৩ বছরের মধ্যে হলেই আবেদন করা যাবে।
মাসিক বেতন: প্রতিটা পদ অনুযায়ী এখানে মাসিক বেতন ভিন্ন ভিন্ন।
আবেদন পদ্ধতি এবং শেষ পর্যন্ত: চাকরিপ্রার্থীদের জানানো যাচ্ছে যে (রেলে উল্লেখিত পদ) এখানে আবেদন করার জন্য অপেক্ষা করতে হবে চাকরি-প্রার্থীদের। কারণ RRB এর তরফ থেকে শুধুমাত্র বার্ষিক ক্যালেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল মাত্র। যেখানে রেল আগে থেকেই জানিয়ে রাখে যে তারা প্রতিবছর রেলে কতোজন করে কর্মী নিয়োগ করবে। তাই রেলের উল্লিখিত এই পদে আবেদন করার জন্য চাকরি-প্রার্থীদের পরবর্তী বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে। খুব সম্ভবত জুন- জুলাই এর পরবর্তী মাস।
আরও পড়ুন: দশম শ্রেণী পাশে বিদ্যুৎ দপ্তরে চাকরি, বেতন ২৯,৬০০ টাকা।