Thursday, November 21, 2024

এটাই শেষ সুযোগ, পশ্চিমবঙ্গে বাতিল হচ্ছে হাজার-হাজার রেশন কার্ড! চালু রাখতে করতে হবে এই কাজ

সম্প্রতি রেশন কার্ড নিয়ে একটি নতুন বিষয় সকলের সামনে এসেছে। রেশন তুলতে গিয়ে হঠাৎ করেই সমস্যায় পড়তে হচ্ছে অনেককে। কিন্তু এরূপ সমস্যার কারণ কী তাদের সেটা জানা নেই।

আসলে তাদের সমস্যার প্রধান কারণ হলো রেশন কার্ড সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ কাজ না করা। যদি আপনিও সঠিক সময় এই কাজটি না করে থাকেন তাহলে হয়তো আপনাকেও পড়তে হবে একই সমস্যায়।

সাধারণ মানুষের জন্য রেশন কার্ড কতটা গুরুত্বপূর্ণ সেটা নতুন করে না বলে দিলেও চলবে। কিন্তু যেটা আপনাদের জানাতেই হয় সেটা হচ্ছে সময় মতো এবং সঠিকভাবে রেশন কার্ডের আপডেট (Ration card update) করিয়ে নেওয়া। অনেকেই হয়তো ভাবছেন রেশন কার্ড আপডেট না করলে কিছুই হয় না। কিন্তু আপনাদের সতর্ক করে দিয়ে বলতে চাইবো- ২০২১ সালের পর থেকে ২৩ পর্যন্ত দেশের প্রায় এক কোটি ৬৬ লক্ষ রেশন কার্ড বাতিল করা হয়েছে শুধুমাত্র সময়মতো আপডেট না করার কারণে।।

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যদি আপনি রেসন কার্ড ব্যবহার না করে থাকেন তাহলে সেটা অন্য বিষয়। কিন্তু যদি ব্যবহার করে থাকেন তাহলে আপনার জন্য এটাই ভালো হবে যে আপনিও সময় মতো রেশন কার্ড আপডেট করিয়ে নিন। এখন রেশন কার্ড আপডেট করানোর জন্য আর আপনাকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না আপনি বাড়িতে বসে খুব সহজেই Ration Card E-KYC করিয়ে নিতে পারেন। রেশন কার্ডের E-KYC করানোর জন্য আপনাকে https://food.wb.gov.in ওয়েবসাইট ভিজিট করতে হবে।

https://food.wb.gov.in ওয়েবসাইট ভিজিট করে কী করে আপনি আপনার রেশন কার্ডের E-KYC করাবেন বা আপনার রেশন কার্ড ইতিমধ্যেই কেওয়াইসি করানো হয়েছে কিনা বা ঠিকঠাক রয়েছে কিনা সেটা কী করে চেক করতে হয় তা যদি আপনি না জানেন তাহলে আপনি ইউটিউব থেকে যে কোনো টিউটোরিয়াল দেখে নিতে পারেন।

আরও পড়ুন: বিনামূল্যে বাড়িতে WiFi দিচ্ছে কেন্দ্র সরকার। 

আপনার জন্য
WhatsApp Logo