দশম শ্রেণী পাস যোগ্যতা! বিদ্যুত দফতরে অসংখ্য শূন্যপদে কর্মী নিয়োগ, বেতন ২৯,৬০০ টাকা

দশম শ্রেণী পাস যোগ্যতায় বিদ্যুৎ দপ্তরে চাকরি। হ্যাঁ ঠিকই শুনেছেন। আপনি যদি ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে আপনার জন্য সুখবর, কারণ মাধ্যমিক পাশে কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরে ভালো টাকা বেতনে আপনার জন্য চাকরির সুযোগ রয়েছে। কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে? এই বিষয়ে সবিস্তারে জানতে আমাদের এই প্রতিবেদনটি শেষ অব্দি পড়ুন।

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

পদের নাম: বিদ্যুত দফতরে যে পদ গুলোতে নিয়োগ হবে সেগুলো হচ্ছে: COPA, Welder, Stenographer & Secretarial Assistant, Plumber, Electronic Mechanic, Fitter, Electrician, Mechanic (MV), Wireman, Turner, Machinist

শূন্যপদ: এখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে ৬৪টি।

শিক্ষাগত যোগ্যতা: বিদ্যুৎ দপ্তরে উল্লেখিত পদ গুলোর জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক+ITI ডিগ্রী।

মাসিক বেতন: প্রতিটা পদের জন্য মাসিক বেতন ভিন্ন ভিন্ন এখানে। তবে বেসিক বেতন ২৯,৬০০ টাকা থেকে শুরু হবে।

 

বয়সসীমা: এখানে আবেদন করার জন্য চাকরি-প্রার্থীদের বয়স হতে হবে ১০/০৫/২০২৪ অনুযায়ী ১৮ থেকে ২৫ বছর। এছাড়া ST/SC/OBC প্রার্থীরা বয়সের ছাড় পাবে।

নিয়োগকারী সংস্থা: NHPC Limited.

নিয়োগ প্রক্রিয়া: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে চাকরি প্রার্থীদের প্রথমে ১ বছর ট্রেনিং করানোর পর তারপরে চাকরিতে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি এবং শেষ পর্যন্ত: আগ্রহীদের‌ ৩০/৫/২০২৩ তারিখে আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্র ডাউনলোড করে পোস্ট অফিসের মাধ্যমে নিচে দেওয়া ঠিকানায় পাঠাতে হবে।

Power Station Job application process

আবেদন মূল্য: লাগবে না।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: Dy. Manager (HR), Tanakpur Power Station, NHPC Limited, Banbasa, District Champawat, Pin- 262310

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আরও পড়ুন: মেট্রোরেলে কর্মী নিয়োগ। শেষ তারিখ ৬/৬/২০২৪

Telegram channel joining logo

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment