Axis ব্যাংকে কর্মী নিয়োগ। যারা কম শিক্ষাগত যোগ্যতায় ব্যাংকে চাকরি করতে চান তাদের জন্য খুশির খবর। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ করছে Axis ব্যাংক। কোন কোন পদে কর্মী নিয়োগ হবে Axis ব্যাংকে? মাসিক বেতন কতো এবং কিভাবে বা আবেদন করবেন চলুন জেনে নিই এই প্রতিবেদনটিতে।
পদের নাম: এখানে Axis ব্যাংকের পদ গুলো হচ্ছে Data Entry Operator, Relationship Officer, Branch Banking Executive, Banking Operations & Customer Services,Finance & Accounts, Back Office Executive, Customer Service Officer।
শিক্ষাগত যোগ্যতা: চাকরি-প্রার্থীরা এখানে মাধ্যমিক পাশ থেকে শুরু করে উচ্চমাধ্যমিক পাশ, গ্রাজুয়েশন করার ছেলে মেয়েরা আবেদন করতে পারবেন।
মাসিক বেতন: যারা Axis ব্যাংকের বিভিন্ন পদ গুলোতে যারা চাকরি পাবেন তাদের প্রতিমাসে ১২,৫৫৬ টাকা থেকে ২০,৭৮৯ টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমা: এখানে ১৮ বছরের উর্ধ্বে সবাই আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি: যারা Axis ব্যাংকে চাকরি করতে চাইছেন তাদের 9748183347 / 9679813246 এই দুটি নম্বরে ফোন করে আবেদন করতে হবে। এছাড়াও bankinghub.hr04@Gmail.com এই ইমেইল ঠিকানায়তেও আবেদন করা যাবে।
নিয়োগ প্রক্রিয়া: এখানে কোন রকম কোন লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিজের একটি CV, ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং আধার কার্ড।
আরও পড়ুন: ২৮,০০০ টাকা বেতনে টাটা স্টিলের কর্মী নিয়োগ।