মাধ্যমিক পাস,উচ্চমাধ্যমিক পাস এবং স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন ধরনের পদে চাকরি খালি রয়েছে Airtel India Company-তে। কোন কোন পদে চাকরি খালি রয়েছে, আবেদন করতে কী যোগ্যতা লাগবে, আবেদনের লিংক কোথায় পাবেন-এসব কিছুই জানতে পারবেন এই প্রতিবেদনে।
পদের নাম: এয়ারটেল কোম্পানিতে মূলত বিভিন্ন ধরনের পদে চাকরি খালি রয়েছে যেমন রুরাল প্রিপেইড অপারেটর, ব্রাঞ্চ ম্যানেজার, প্রোডাক্ট ম্যানেজার, হেড সার্ভিস অপারেটর, অ্যাকাউন্টেন্ট, এক্সিকিউটিভ, স্টোর ম্যানেজার,সার্ভিস ম্যানেজার, অ্যানালিস্ট,ইঞ্জিনিয়ার সহ অন্যান্য কিছু পদ।
শূন্যপদ সংখ্যা: অফিশিয়াল বিজ্ঞপ্তিতে নির্দিষ্টভাবে শূন্য পদ সংখ্যা উল্লেখ করা হয়নি। তবে বলা হয়েছে যেহেতু এখানে বিভিন্ন ধরনের পদ খালি রয়েছে, তাই আবেদনকারীদের চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা: এখানে বিভিন্ন ধরনের পদ রয়েছে সেই কারণে প্রত্যেকটা পদেরই শিক্ষাগত যোগ্যতা আলাদা হবে। তবে বলা যায় এখানে আবেদন করতে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাস এবং কিছু ক্ষেত্রে স্নাতক পাস। বাকি ক্ষেত্রে সংশ্লিষ্ট পদ অনুযায়ী কাজের দক্ষতা এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
মাসিক বেতন: এখানে যারা চাকরি পাবেন তাদের মাসিক ৩৫,০০০ টাকা দেওয়া হবে। তবে পদ অনুযায়ী এই বেতন আরও কম/বেশি হতে পারে
নিয়োগ প্রক্রিয়া: বেসরকারি নিয়োগের ক্ষেত্রে কোন লিখিত পরীক্ষা দিতে হয় না। আবেদনের পর সরাসরি ইন্টারভিউ এর জন্য যেদিন ডাক পাবেন,সেদিন ইন্টারভিউ দিয়ে পাশ করলেই মূল পদে চাকরি হবে।
নিয়োগ স্থান: পুরো ভারতে এয়ারটেল ইন্ডিয়ার বিভিন্ন ডিপার্টমেন্ট ও অফিসে এই নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি: প্রার্থীদের আবেদন করতে হবে সরাসরি এয়ারটেলের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। আপনি এয়ারটেলের অফিশিয়াল ওয়েবসাইট ডিজিট করলে উপরে ডান দিকে Jobs অপশন খুঁজে পাবেন। সেখানে ক্লিক করলেই আপনি একটি পেজ দেখতে পাবেন। সেই পেজের নিজের যোগ্যতা, নাম, ধান পূরণ করে খুব সহজেই অনলাইন আবেদন করতে পারবেন।
আবেদন করুন: ক্লিক করুন এখানে
আবেদন করার শেষ তারিখ: এখানে আবেদন করার নির্দিষ্ট করে কোন শেষ তারিখ উল্লেখ করা হয়নি।
আরও পড়ুন: Axis ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ।