আজকের এই প্রতিবেদন আপনাদের সেরা পাঁচটি স্কলারশিপ সম্পর্কে জানাবো,যেগুলো কিনা মাধ্যমিক পাশের বেশিরভাগ পর ছাত্রছাত্রীরাই পেয়ে থাকে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য সেরা ৫টি স্কলারশিপ কোনগুলো? কোন স্কলারশিপে কত টাকা পাওয়া যায়? কী করে আবেদন করতে হয়? এসব প্রশ্নের উওর জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে দেখুন।
প্রথমত: WB OASIS Scholarship
প্রথমেই জেনে নিন ওয়েসিস (oasis) স্কলারশিপ সম্পর্কে। এই স্কলারশিপ একাদশ এবং দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য। ওয়েসিস স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের সেরকম কোনো শর্ত পূরণ করতে হয়না। বলতে গেলে সকলেই ওয়েসিস স্কলারশিপের জন্য আবেদন করতে পারে।।
যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে ওয়েসিস স্কলারশিপের জন্য আবেদন করবে তারা সর্বনিম্ন ২০০০ টাকা এবং সর্বোচ্চ ৩,৫০০ টাকা পেয়ে থাকে।
দ্বিতীয়ত: ঐক্যশ্রী স্কলারশিপ
আমাদের রাজ্যের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য সেরা একটা স্কলারশিপ হলো ঐক্যশ্রী স্কলারশিপ।
মুসলিম, খ্রিস্টান,বৌদ্ধ,জৈন, শিখ- অর্থাৎ যারা সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রী এবং যাদের বিগত বছরের পরীক্ষায় অন্ততপক্ষে ৫০% নম্বর পেয়েছে এবং যাদের Family Anual Income ২ লক্ষ টাকার কম, শুধুমাত্র তারাই ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন।
ঐক্যশ্রী স্কলারশিপে ক্লাস ১ থেকে ক্লাস ১০ পযর্ন্ত পাঠরত ছাত্রছাত্রীরা ১০০০ থেকে ১১ হাজার টাকা এবং একাদশ থেকে শুরু করে Phd, M.Phill করা ছাত্রছাত্রীরা ১১,৯০০ টাকা থেকে ১৬ হাজার টাকা পযর্ন্ত পেয়ে থাকেন।
তৃতীয়ত: Bikas Bhavan Scholarship / Swami Vivekananda Scholarship
আমাদের রাজ্যের সবচেয়ে জনপ্রিয় স্কলারশিপ হলো বিকাশভবন স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। বিগত বছরের পরীক্ষায় অন্ততপক্ষে ৬০% নম্বর পেয়েছেন এমন ছাত্রছাত্রীরাই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। একাদশ, দ্বাদশ, স্নাতক স্তরে বিভাগ অনুযায়ী এই স্কলারশিপে বৃওির পরিমাণ আলাদা হয়। এই স্কলারশিপে সর্বনিম্ন ১২,০০০ টাকা এবং সর্বোচ্চ ৯৬,০০০ টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে।।
চতুর্থত- Nabanna Scholarship or Uttar Kanya Scholarship:
যাদের বিগত বছরের পরীক্ষায় ৬০% নম্বরে কম এসেছে, তাদের জন্য বিকল্প হিসাবে সেরা স্কলারশিপ বলা যায় নবান্ন বা উওরকন্যা স্কলারশিপকে। উওরকন্যা স্কলারশিপে আবেদনকারী ছাত্রছাত্রীরা ১০ হাজার টাকা বৃওি পেয়ে থাকেন।
পঞ্চম: National Scholarship
বিগত বছরের পরীক্ষায় অন্ততপক্ষে ৫০% নম্বর রয়েছে এবং সেইসঙ্গে পরিবারের বার্ষিক আয় ২.৫ লাখ টাকার কম- এমন ছাত্রছাত্রীদের জন্য সেরা স্কলারশিপ হলো কেন্দ্রীয় সরকারের স্কলারশিপ। যাদের ক্ষেত্রে উপরিক্ত শর্ত পূরণ হবে তারা ‘scholarship.gov.in’ ওয়েবসাইট ভিজিট করে অনলাইন আবেদন করতে পারেন। কেন্দ্রীয় স্কলারশিপে সর্বনিম্ন ১০০০০ এবং সর্বোচ্চ ৫০০০০ টাকা দেওয়া হয়ে থাকে।