গরমে নাজেহাল পশ্চিমবঙ্গের মানুষ, আবহাওয়া সূত্রের খবর আগামী ২২ এপ্রিল পর্যন্ত রাজ্যে তীব্র গরম পড়বে। এ জন্য আবহাওয়া দপ্তর থেকে সবাইকে কোন প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বের হওয়ার অনুরোধ জানানো হয়েছে। তবে এই গরমের মধ্যেও পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল-কলেজের পড়ুয়াদের জন্য এলো সুখবর। আর সেই সুখবরটি হচ্ছে এবারে গরমের ছুটি (Summer Vacation) পড়ার আগেই তীব্র গরমের কারণে বন্ধ হয়ে যাবে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ।
রাজ্যে গরমের ছুটি পড়তে চলেছে আগামী ৬ মে থেকে। তবে এর মধ্যে রাজ্য সমস্ত স্কুল-কলেজের পড়ুয়া এবং সরকারি কর্মচারীরা এক্সট্রা ছুটি পাবেন। জানা গিয়েছে যে এবারে গরমের ছুটি আগেই তীব্র গরম এবং লোকসভা ভোট ২০২৪ কে কেন্দ্র করে রাজ্যের সমস্ত স্কুল ও কলেজে গুলো বন্ধ থাকবে। বিশেষ করে পশ্চিমবঙ্গের যে যে লোকসভা কেন্দ্রগুলোতে ভোটের ১ সপ্তাহ আগে থেকেই ঐ লোকসভার অন্তর্গত সমস্ত স্কুল কলেজ গুলো বন্ধ থাকবে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ২০২৪ এর লোকসভা নির্বাচন। যা ৭টি দফা পর্যন্ত চলবে।
জানা গিয়েছে রাজ্যে শান্তিপূর্ণ ভোট এবং কলেজ পড়ুয়াদের সুরক্ষার কথা মাথায় রেখে ইতিমধ্যে কলেজ গুলো ছুটি ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয় এর সুবিধা রাজ্যের সরকারি কর্মীরাও (Government employee) পাবেন। কারণ আগেই রাজ্য পরিচালিত সরকারী অফিস, উদ্যোগী সংস্থা, কর্পোরেশন, বোর্ড, সংবিধিবদ্ধ ও স্থানীয় সংস্থাও ছুটি ঘোষণা দেওয়ার ঘোষণা করেছে। জানিয়ে রাখি যে, রাজ্যে প্রথম দফার ভোট গ্রহণ শুরু হবে ১৯ এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার, এবং জলপাইগুড়িতে। আর এই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবার আগেই উত্তরবঙ্গে ঐ দিনটিতে চা বাগান সহ দোকান এবং বাণিজ্যিক-শিল্প প্রতিষ্ঠানের কর্মচারীদের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এ জন্য ১ টাকাও বেতন কাটা যাবে না তাদের।
আরও পড়ুন: ২০২৪ এ আরও কঠিন হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা! মাথায় হাত পড়ুয়াদের