৮ম শ্রেনী পাস যোগ্যতা, রাজ্যের জেলা আদালতে সুইপার পদে অসংখ্য কর্মী নিয়োগ! বেতন ১৭,০০০ টাকা

আপনি কি এই রাজ্যের বাসিন্দা? আপনি কি এই মুহূর্তে একটি সরকারি চাকরি (Govt Job) খুঁজছেন? তাহলে আপনার জন্য একটি সুখবর। আমরা ফের একবার একটি দুর্দান্ত চাকরির খবর নিয়ে হাজির হয়েছি আপনারা জন্য। এই বারে রাজ্যের জেলা আদালতে ৮ম পাশে গ্রুপ ডি পদে সুইপার সহ আরও অসংখ্য পদে কর্মী নিয়োগ হচ্ছে। তাই আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে প্রতিবেদনটি শেষ অব্দি পড়বেন।

পদের নাম: আদালতে যে পদে কর্মী নিয়োগ হবে তার নাম হলো, ইংরেজি স্টেনোগ্রাফার, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার, অর্ডারলি/অফিস পিয়ন/ফরাশ, নাইট গার্ড এবং সুইপার

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

West Bengal district court recruitment post details and Sallary

শূন্যপদ: অফিসিয়াল বিজ্ঞপ্তির তথ্য অনুসারে এখানে প্রায় শূন্যপদ সংখ্যা হচ্ছে ৩৭টি।

শিক্ষাগত যোগ্যতা: চাকরি-প্রার্থীরা ৮ম শ্রেণী পাস হলেই প্রসেস সার্ভার, পিয়ন/ফরাশ, নাইট গার্ড এবং সুইপার পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও বাকি পদের জন্য মাধ্যমিক পাস হতে হবে।

বয়সসীমা: আবেদনের জন্য এখানে বয়স হতে হবে ১/০১/২০২৪ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছর। ST/SC/OBC প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে।

 

মাসিক বেতন: এখানে চাকরিতে নিযুক্ত প্রার্থীদের ১৭,০০০ টাকা থেকে সর্বোচ্চ বেতন ৮২,৯০০ টাকা দেওয়া হবে।

আবেদন পদ্ধতি: ইচ্ছুক চাকরি-প্রার্থীদের নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে। লিংকটি সরাসরি অফিশিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে। তারপর নিজ দায়িত্বে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট সাবমিট করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

 

আবেদন করার শেষ তারিখ: ১৭/০৫/২০২৪।

আবেদন মূল্য: 

Court group D recruitment application fee

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আবেদন করুন: ক্লিক করুন এখানে

আরও পড়ুন: উচ্চমাধ্যমিক পাশে কেন্দ্রীয় সংস্থা কর্মী নিয়োগ বেতন ১৯,০০০ টাকা। শেষ তারিখ ৩০/০৪/২০২৪

Telegram channel joining logo

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment