আর কিছুদিন পরেই মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। আর এর পরেই রয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। তাই মাধ্যমিকের রেজাল্ট নিয়ে চিন্তার মধ্যে আছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীরা। কারন মাধ্যমিক পরীক্ষার ফল কেমন হবে তা ভেবেই চিন্তার মধ্যে আছেন বহু মাধ্যমিক পরীক্ষার্থীরাই। তবে তাদের এই চিন্তার মধ্যেও এলো একটি সুখবর। যেই খবর শুনে আনন্দে লাফিয়ে উঠবেন এই রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীরা।
জানা গিয়েছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীদের ১৮,০০০ টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal government)। যারা যারা ২০২৪ এ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের ১৮,০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। তবে কিভাবেই বা মিলবে এই টাকা? এর জন্য কি করতে হবে? সবাই কি এই ১৮,০০০ টাকা পাবে? চলুন এই সম্বন্ধীয় যাবতীয় তথ্য জেনে নেই।
রাজ্যের মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের (Swami Vivekananda scholarship) মাধ্যমে ১৮,০০০ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের যে সমস্ত মাধ্যমিক পড়ুয়ারা আর্থিক দুর্বলতার কারণে পড়াশুনা করতে অসুবিধা হচ্ছে সেই সমস্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মাধ্যমে ১৮,০০০ টাকা দেওয়া হবে। জানা গিয়েছে মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৬০% নম্বর পাওয়া পড়ুয়ারাই এই স্কলারশিপের টাকা পাবেন। এর জন্য তাদের https://svmcm.wbhed.gov.in/ ওয়েবসাইটে গিয়ে অনলাইনে স্কলারশিপের জন্য আবেদন করতে হবে।
জানিয়ে রাখি যে এই স্কলারশিপের টাকা পাওয়ার জন্য পড়ুয়াদের বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার কম হতে হবে। তাহলেই মিলবে টাকা।
আরও পড়ুন: মাধ্যমিক পাস পড়ুয়াদের ১০ হাজার টাকা দেবে পশ্চিমবঙ্গ সরকার।