শুধুমাত্র উত্তরকন্যা বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ১০-১২ হাজার টাকা নয়! এবার থেকে, মাধ্যমিক পাস করলেই স্কলারশিপের টাকার সঙ্গে পাওয়া যাবে আরও অতিরক্ত ১০ হাজার টাকা। শুনতে অবিশ্বাস্য মনে হলেও শিক্ষা দপ্তর থেকে কিন্তু এমনই এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিয়মানুযায়ী, যারা পরীক্ষায় অন্ততপক্ষে ৫০-৬০% নম্বর পায় তারাই একমাত্র তারাই স্বামী বিবেকানন্দ বা উত্তরকন্যা স্কলারশিপের টাকা পেয়ে থাকে। কিন্তু, ২০২১ সালে পশ্চিমবঙ্গ সরকার তরুণের স্বপ্ন নামে একটি বিশেষ প্রকল্প শুরু করে। এই প্রকল্পের মাধ্যমে কিন্তু তারাও ১০,০০০ টাকা পেয়ে থাকে, যাদের পরীক্ষা ফলাফল এক্ষেত্রে কোনো বিষয়-ই না। অর্থাৎ রেজাল্ট যেমন হোক না কেন- এই প্রকল্পের টাকা সকলেই পাবে।
সুতরাং, পরীক্ষায় যাদের ফলাফল একটু ভালো হয়, তাদের জন্য এই প্রকল্প একেবারেই সোনায় সোহাগা।
এবার, মাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের স্কলারশিপের টাকার পাশাপাশি কেন অতিরিক্ত ১০ হাজার টাকা দেওয়া হবে সেটাই আসল বিষয়। আসলে যখন গোটা দেশে করোনা অতিমারী ছড়িয়ে পড়ে, তখন বাধ্য হয়েই সরকারকে স্কুল কলেজ বন্ধ রাখতে হয়েছিল। এই সময় দরিদ্র ছাত্রছাত্রীদের পড়াশোনায় একেবারেই বন্ধ হয়ে যায়। সেই সময় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে,ছাত্র-ছাত্রীরা যাতে অনলাইন পড়াশোনা করতে পারে সেজন্য তাদের স্মার্টফোন বা ট্যাব কেনার টাকা (WB Free Smarphone Scheme) দেওয়া হবে।
ছাত্র-ছাত্রীদের স্মার্টফোন কেনার টাকা দেওয়ার জন্য শুরু করা হয় তরুণের স্বপ্ন প্রকল্প (WB Taruner Swapna Scheme). তরুণের স্বপ্ন প্রকল্পে ২০২১ সাল থেকে শুরু করে গত বছর পর্যন্ত দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের স্কলারশিপের ১০ বা ১২ হাজার টাকার পাশাপাশি স্মার্টফোন কেনার জন্য ১০,০০০ টাকা করে দেওয়া হয়েছে। কিন্তু মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া ছাত্রছাত্রীরা কিন্তু এই সুবিধা পেত না।
কিন্তু এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে,দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বদলে মাধ্যমিক পাস পড়ুয়াদেরকেই এখন থেকে সুবিধা দেওয়া হবে।। কারণ মাধ্যমিকের পর অনেকেই একাদশ শ্রেণীতে অনলাইন ক্লাস নিতে চায় কিন্তু স্মার্টফোন না থাকায় তারা সেই সুবিধা থেকে বঞ্চিত হয়। তাই প্রথম থেকেই যাতে তারা নিজের পছন্দ মতো এই বিষয় নিয়ে অনলাইনে ক্লাস করে নিজের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারে? সেজন্যই মাধ্যমিকের পরেই সকল ছাত্র-ছাত্রীকে স্মার্ট ফোন বা ট্যাব কেনার জন্য ১০ হাজার টাকা করে দেওয়াএ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: গ্যাসের দামে মহা পতন, এক ধাক্কায় গ্যাসের দাম কমে হলো অর্ধেক।