Saturday, December 21, 2024

আধার অফিসে নতুন করে কর্মী নিয়োগ! ৪০,০০০ টাকা বেতন প্রতিমাসে, জেনে নিন আবেদন পদ্ধতি

UIDAI তথা আধার কার্ড অফিসের (UIDAI  recruitment 2024)  তরফ থেকে ফের একবার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাই আপনি যদি আধার কার্ড অফিসে চাকরি করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে এর জন্য প্রয়োজনীয় বয়সসীমা, শূন্যপদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, বেতন সহ আরও ইত্যাদি সম্পর্কে বিস্তারিত এই প্রতিবেদন থেকে জেনে নিন।

পদের নাম: আধার কার্ড অফিসে চাকরি। এখানে পদের নাম হচ্ছে Consultant (Accountant)।

শূন্যপদ: এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে ১ টি‌।

Uidai Post Name

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মাসিক বেতন: যারা এখানে চাকরি পাবেন তাদের মাসিক বেতন ঢুকতেই ৪০,০০০/- টাকা দেওয়া হবে।

বয়সসীমা: যাদের বয়স সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে এখানে তাঁরাই আবেদন করার জন্য যোগ।

শিক্ষাগত যোগ্যতা: uidai এর তরফ থেকে যে সমস্ত প্রার্থীরা কম্পিউটার জানেন এবং যারা সরকারি অবশ্যই প্রাপ্ত কর্মী আছেন তারাই আধার কার্ড অফিসে উক্ত ঐ পদের জন্য আবেদন করতে পারবেন।

 

নিয়োগ স্থান: UIDAI head office Hyderabad.

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: চাকরি-প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা নিচে দেওয়া হল।

আবেদন করার শেষ তারিখ: ২২/০৫/২০২৪।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: to the Director (HR), Unique Identification Authority of India (UIDAI), 6th Floor, East Block, Swarna Jayanthi Complex, Beside Maitrivanam, Ameerpet Hyderabad-500 038, Telangana State.

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আরও পড়ুন: ৮ম শ্রেণী পাসে রাজ্যের জেলা আদালতে পিয়ন নিয়োগ। শেষ তারিখ ১৭/০৫/২০২৪‌‌

Telegram channel joining logo

আপনার জন্য
WhatsApp Logo