শূন্যপদ ৫৪৪৭ টি, SBI জারি বিরাট আকারে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি! আবেদন পদ্ধতি জেনে নিন

দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাংক SBI recruitment 2024) তাদের একটি পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে শূন্যপদ সংখ্যা রয়েছে ৫৪৪৭ টি মতো। চাকরি-প্রার্থীরা পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই SBI এর উক্ত পদে জন্য আবেদন জানাতে পারবেন। চলুন এই বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেই আজকে আরো একটা নতুন প্রতিবেদন।

পদের নাম: যে পদে SBI কর্মী নিয়োগ করবে তার নাম হচ্ছে Circle Based Officers

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শূন্যপদ: সব মিলিয়ে এখানে শূন্যপদ সংখ্যা ৫৪৪৭ টি।

শিক্ষাগত যোগ্যতা: SBi Circle Based Officers পদের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে স্নাতক ও ডিগ্রি অর্জনকারী।

 

মাসিক বেতন: যারা এখানে চাকরি পাবেন তাদের মাসিক বেতন অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী ৩৬,০০০ টাকা বেসিক পে বেতন দেওয়া হবে।

বয়সসীমা: এখানে আবেদন করার জন্য চাকরি-প্রার্থীদের বয়স চাওয়া হয়েছে ২১ থেকে ৩০ বছর। সাথে ST/SC/OBC’রা ৩ থেকে ৫ বছরের বয়সের ছাড় পাবেন।‌

নিয়োগ স্থান: সারা ভারতে জুড়ে SBI এর বিভিন্ন শাখায় এই নিয়োগ করা হবে। তথ্য অফিসিয়াল নোটিশ।

আবেদন পদ্ধতি এবং শেষ শেষ তারিখ: আপনি যদি SBI এর জারি করা উক্ত পদে আবেদন করতে চান তাহলে ১২/০৫/২০২৪ তারিখের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে এই আবেদন করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া: লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ।

আবেদন মূল: General category only 750 টাকা।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আবেদন করুন ক্লিক করুন এখানে

আরও পড়ুন: ৮ম শ্রেনী পাশে ব্যাংকে চাকরি বেতন ১৬,০০০ টাকা। শেষ তারিখ ১৫/০৫/২০২৪

Telegram channel joining logo

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment