দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাংক SBI recruitment 2024) তাদের একটি পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে শূন্যপদ সংখ্যা রয়েছে ৫৪৪৭ টি মতো। চাকরি-প্রার্থীরা পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই SBI এর উক্ত পদে জন্য আবেদন জানাতে পারবেন। চলুন এই বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেই আজকে আরো একটা নতুন প্রতিবেদন।
পদের নাম: যে পদে SBI কর্মী নিয়োগ করবে তার নাম হচ্ছে Circle Based Officers।
শূন্যপদ: সব মিলিয়ে এখানে শূন্যপদ সংখ্যা ৫৪৪৭ টি।
শিক্ষাগত যোগ্যতা: SBi Circle Based Officers পদের জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে স্নাতক ও ডিগ্রি অর্জনকারী।
মাসিক বেতন: যারা এখানে চাকরি পাবেন তাদের মাসিক বেতন অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী ৩৬,০০০ টাকা বেসিক পে বেতন দেওয়া হবে।
বয়সসীমা: এখানে আবেদন করার জন্য চাকরি-প্রার্থীদের বয়স চাওয়া হয়েছে ২১ থেকে ৩০ বছর। সাথে ST/SC/OBC’রা ৩ থেকে ৫ বছরের বয়সের ছাড় পাবেন।
নিয়োগ স্থান: সারা ভারতে জুড়ে SBI এর বিভিন্ন শাখায় এই নিয়োগ করা হবে। তথ্য অফিসিয়াল নোটিশ।
আবেদন পদ্ধতি এবং শেষ শেষ তারিখ: আপনি যদি SBI এর জারি করা উক্ত পদে আবেদন করতে চান তাহলে ১২/০৫/২০২৪ তারিখের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে এই আবেদন করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া: লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ।
আবেদন মূল: General category only 750 টাকা।
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।
আবেদন করুন ক্লিক করুন এখানে।
আরও পড়ুন: ৮ম শ্রেনী পাশে ব্যাংকে চাকরি বেতন ১৬,০০০ টাকা। শেষ তারিখ ১৫/০৫/২০২৪।