Saturday, December 21, 2024

পশ্চিমবঙ্গের লক্ষীর ভান্তারকে টেক্কা! কেন্দ্রে এই প্রকল্পে মহিলারা পাবে ১৫,০০০ টাকা, নাম তুলুন এখুনি

যদি আপনাকে বলা হয় যে কেন্দ্র সরকারের এমন একটা প্রকল্প রয়েছে, যেখান থেকে মহিলারা চাইলেই ১৫,০০০ টাকা পেতে পারেন, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? হয়তবা বিশ্বাস করবেন না। কিন্তু ব্যাপারটা বিশ্বাস করার মতো না হলেও কথাটা কিন্তু একেবারেই সত্যি।। কী আবার সেই বিশেষ প্রকল্প, কীকরেই বা টাকা পাওয়া যায়? এসব বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

পশ্চিমবঙ্গের মহিলাদের প্রতিমাসে কিছু টাকা দিয়ে আর্থিক সাহায্য করার জন্য মুখ্যমন্ত্রী ২০২১ সালে লক্ষ্মী ভান্ডার প্রকল্প (Laxmi Bhandar) শুরু করেছিলেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ১,০০০- ১,২০০ টাকা পেয়ে খুশি নন এমন মহিলার সংখ্যা রাজ্যে খুবই কম। এবার, যেহেতু এই ধরনের প্রকল্পে মহিলারা বেশ উপকৃত হন, সেই কারণে কেন্দ্র সরকারও মহিলাদের জন্য এরকম একটি প্রকল্প শুরু করেছিল।

প্রকল্পের নাম প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা। (PM Vishwakarma Yojana). ২০২৩ সালে শুরু হওয়া এই ধরনের মাধ্যমিক বিশেষভাবে উপকৃত হতে পারেন দেশের মহিলারা। কারণ হলো- বিশ্বকর্মা যোজনার মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করে তুলতে তাদের বিভিন্ন ধরনের শেলাই এর কাজ শেখানো হয়। যখন তারা কাজ শেখেন, তখনও কিছু ক্ষেত্রে তাদের হাতখরচ দেওয়া হয়। প্রশিক্ষণ সম্পূর্ণ হয়ে গেলে তারা যেমন অন্য জায়গায় কাজ করতে পারে, ঠিক সেরকমই চাইলে নিজেও নিজের ব্যবসা শুরু করতে পারে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

তবে, যেটা সবচেয়ে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ বিষয়- সেটা হলো এই যোজনার মাধ্যমে কীকরে ১৫,০০০ টাকা পাওয়া যায়। আসলে, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার অধীনেই আবার Free Sewing Machine বা Free Silai Machine Yojana চালানো হয়। তাই, শেলাই এর প্রশিক্ষণ পাওয়ার পর যদি কোনো মহিলা নিজস্ব শেলাই মেশিন কিনে কাজ করতে চান, তখন শেলাই মেশিন কেনার জন্য তাকে ১৫,০০০ টাকা দেওয়া হয় এই PM বিশ্বকর্মা যোজনার মাধ্যমে।। তবে হ্যাঁ, যাদের বতর্মান বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে এবং যাদের পারিবারিক মাসিক আয় ১২ হাজারের কম, শুধুমাত্র তারাই প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার ফ্রী শেলাই মেশিনের জন্য আবেদন করতে পারেন।

আরও পড়ুন: ৩ মাসের মধ্যে বন্ধ হয়ে যাবে লক্ষীর ভান্ডার প্রকল্প 

আপনার জন্য
WhatsApp Logo