২০২৩ সালে কেন্দ্র সরকারের তরফে দেশের মহিলাদের জন্য একটি বিশেষ যোজনা (Yojana) ঘোষণা করা হয়েছিল। যোজনাটা সঠিকভাবে বুঝে এবং সঠিকভাবে যদি আবেদন করা যায়, তাহলে খুব সহজেই পাওয়া যায় নগদ ১ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা! তাও আবার কোন ঝামেলা ছাড়াই।।
আমাদের দেশের বেশিরভাগ মহিলাই শুধুমাত্র ঘরের কাজেই জীবন অতিবাহিত করতে বাধ্য হন। তাদেরও কিছু করার ইচ্ছা থাকে, তাদের মধ্যেও যে কিছু করার গুণ থাকে, সেই কথাটা আমরা কেউ মানতেই চাইনা। কিন্তু যদি মহিলাদেরও সঠিক স্বাধীনতা দেওয়া হয়, তাদেরকেও যদি কোনো একটা কাজের প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে তারাও আমুল পরিবর্তন এনে দিতে পারে।।
মহিলাদের মধ্যেও যে কিছু করার সম্ভাবনা রয়েছে, সেটা কেন্দ্র সরকার বুঝতে পেরেই এই বিশেষ যোজনা শুরু করেছিল। যোজনার নাম দেওয়া হয় লাখপতি দিদি যোজনা (Lakhpati Didi Yojana)। মহিলাদের বিভিন্ন রকম কারিগরি শিক্ষা যেমন দুধ উৎপাদন, পোল্ট্রি ও পশু পালন, মাশরুম চাষ এবং বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল বোর্ড তৈরি, বৈদ্যুতিক বাল্ব তৈরি করা, ড্রোন তৈরি করা এই ধরনের কাজের প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণ পাওয়ার পর মহিলারা চাইলে কোনো কোম্পানিতে যেমন চাকরি করতে পারবেন, ঠিক সেরকম নিজের উদ্যোগে নতুন ব্যবসাও শুরু করতে পারবে।
চাকরির ক্ষেত্রে যেমন তারা উচ্চবেতন পাবেন, ঠিক সেরকমই তারা যদি নিজস্ব ব্যবসা শুরু করেন, তাহলেও প্রচুর পরিমাণে লাভ করতে পারবেন। এছাড়াও, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই প্রকল্পের মাধ্যমে কোনো সুদ এবং গ্যারান্টি ছাড়াই ১ থেকে ৫ লক্ষ টাকা পযর্ন্ত লোন নিতে পারেন এই যোজনা থেকে।
স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের যদি আধার কার্ড,ভোটার কার্ড, প্যান কার্ড সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র থেকে থাকে তবে খুব সহজেই এই যোজনার সুবিধা নিতে পারবেন। যোজনার সুবিধা নিতে নিজের BDO Office-এ গিয়ে যোগাযোগ করতে পারেন।