আপনি কি একজন চাকরিপ্রার্থী? তাহলে গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনটি শুধুমাত্র আপনার জন্য। সম্প্রতি কলকাতা মেট্রো রেল কর্পোরেশনের (Kolkata metro rail job recruitment) তরফ থেকে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তাই আপনি যদি কলকাতা মেট্রোতে চাকরি করতে চান তাহলে শেষ পর্যন্ত পড়ুন প্রতিবেদনটি।
পদের নাম: এখানে পদের নাম হচ্ছে GENERAL MANAGER (SIGNAL &TELECOM)।
শূন্যপদ: অফিসিয়াল বিজ্ঞপ্তির তথ্য অনুসারে এখানে শূন্যপদ সংখ্যা কেবলমাত্র ১টি
শিক্ষাগত যোগ্যতা: যে সমস্ত চাকরি-প্রার্থীরা কলকাতা মেট্রো রেলের উক্ত পদে আবেদন করতে চান তাদের শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে থেকে দেখে নিতে হবে।
বয়সসীমা: এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১/০৪/২০২৪ অনুযায়ী ৫৫ বছরের মধ্যে।
মাসিক বেতন: চাকরিতে নিযুক্ত প্রার্থীদের এখানে মাসিক বেতন প্রতি মাসে ৫৬,০০০/- টাকা দেওয়া হবে। (বেসিক স্যালারি)।
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহীদের নিচে দেওয়া ঠিকানায় নির্দিষ্ট সময়ের আগে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদন পত্র পাঠানোর শেষ তারিখ ২০/০৫/২০২৪।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: General manager ( Admin & HR ) , Kolkata Metro Rail Corporation Limited , KMRCL Bhavan, HRBC Office Compound, Munshi Premchand Sarani, Kolkata-700021.
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।
আরও পড়ুন: লিখিত পরীক্ষা ছাড়াই SBI তে কর্মী নিয়োগ।