আপনি কি একজন বেকার? আপনি কি কম শিক্ষাগত যোগ্যতায় ভালো বেতনের চাকরি খুঁজছেন? তাহলে আমরা আপনাকে জানাতে চাই যে সম্প্রতি কেরালা পাবলিক সার্ভিস কমিশন ( Kerala public service commission) এর তরফ থেকে ৮ম শ্রেণী পাস যোগ্যতায় ব্যাংকে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে মাসিক বেতন ১৬,০০০ টাকা দেওয়া হবে চাকরি-প্রার্থীদের। চলুন এই বিষয়ে জেনে নিই বিস্তারিত।
পদের নাম: এখানে যে পদে কর্মী নিয়োগ হবে তার নাম হচ্ছে Office Attenda।
শূন্যপদ: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে মোট শূন্যপদ সংখ্যা ১২৫টি।
শিক্ষাগত যোগ্যতা: চাকরি-প্রার্থীদের সর্বনিম্ন উচ্চমাধ্যমিক পাশ হলেই Office Attenda পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন: যারা এখানে চাকরি পাবেন তাদের মাসিক বেতন ১৬,৫০০ টাকা থেকে ৪৪,০৫ টাকা দেওয়া হবে।
বয়সসীমা: অফিসিয়াল বিজ্ঞপ্তির তথ্য অনুসারে এখানে আবেদন করার জন্য চাকরি-প্রার্থীদের নির্ধারিত বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছর। যদিও ST/SC/OBC প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
নিয়োগকারী সংস্থা: Kerala state co-operative Bank limited.
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহীরা ১৫/০৫/২০২৪ তারিখ পর্যন্ত সময় পাবেন অনলাইনে আবেদন করার জন্য। চাকরি-প্রার্থীদের সুবিধার্থে আবেদন করার সেই লিঙ্ক নিচে দেওয়া হল। সেই লিঙ্কে ক্লিক করে নিজেকে রেজিস্ট্রেশন করে নিয়ে তারপর উক্ত পদে আবেদন করতে হবে।
আবেদন মূল্য: শূন্য।
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।
আবেদন করুন: ক্লিক করুন এখানে।
আরও পড়ুন: গ্রাম পঞ্চায়েতে ৫,৬৭০টি শূন্যপদে কর্মী নিয়োগ।