বেতন ১৮,০০০ টাকা, HDFC ব্যাংকের তরফ থেকে জেলায় জেলায় কর্মী নিয়োগ ! আবেদন পদ্ধতি জেনে নিন

চাকরি-প্রার্থীরা জন্য বিরাট সুখবর। HDFC ব্যাংকের তরফ রাজ্যের বিভিন্ন জেলায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতা হলেই মাসিক ১৮,০০০ টাকা বেতনে আবেদন করতে পারেন চাকরি-প্রার্থীরা। তাই আপনি যদি HDFC ব্যাংকে চাকরি করতে চান তাহলে জেনে নিন আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য।

পদের নাম: এখানে HDFC ব্যাংকের যে পদে কর্মী নিয়োগ হবে তার নাম গুলো হচ্ছে finance, insurance, account service, Data entry operator, Operations Executive সহ আরও বিভিন্ন।‌

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শিক্ষাগত যোগ্যতা: প্রথমেই বলা হয়েছে এখানে আবেদন করার জন্য চাকরি-প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই উচ্চ মাধ্যমিক (HS qualification) পাস হতে হবে।

মাসিক বেতন: উল্লেখিত প্রতিটা পদের জন্য এখানে মাসিক বেতন ভিন্ন ভিন্ন। তবে বেতন কাঠামো অনুযায়ী চাকরিতে নিযুক্ত প্রার্থীদের এখানে ১৮,০০০ টাকা মাসিক বেতন দেওয়া হবে।

বয়সসীমা: এখানে প্রার্থীদের ন্যূনতম বয়স চাওয়া হয়েছে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৩৩ বছর।

নিয়োগ স্থান: রাজ্যের বিভিন্ন জেলার HDFC ব্যাংকের বিভিন্ন শাখা এই নিয়োগ।

আবেদন পদ্ধতি: আপনি যদি এখানে চাকরি করতে আগ্রহী হন তাহলে আপনাকে নিচে দেওয়া HR department এর অফিসিয়াল ইমেইল অথবা মোবাইল নম্বরে ফোন করে এই চাকরির সমন্ধে বিস্তারিত জেনে নিতে হবে। তবে আবেদন করার পূর্বে নিজের CV তৈরি রাখবেন।

ইমেইল ঠিকানা: hrcorporate887@gmail.com

ফোন নম্বর: 9038525386/9163326074।

আরও পড়ুন: ৮ম শ্রেণী পাশে রাজ্যের ২৩ জেলার সিকিউরিটি গার্ড নিয়োগ।

Telegram channel joining logo

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment