Saturday, December 21, 2024

৮ম শ্রেণী পাস হলেই চাকরি, রাজ্যের জেলা আদালতে পিয়ন পদে কর্মী নিয়োগ! বেতন ১৭,০০০ টাকা

রাজ্যের চাকরি-প্রার্থীদের জন্য ফের একবার চাকরির খবর নিয়ে হাজির হয়েছি আমরা। এই বারে রাজ্যে জেলা আদালতে (district court recruitment) পিয়ন পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমরা। যেই পদে ন্যূনতম যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন এই রাজ্যের চাকরি-প্রার্থীরা। পাশাপাশি মাসিক বেতনও খুবই ভালো এখানে। তাহলে চলুন আর সময় নষ্ট না করে এই বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেই।

পদের নাম: এখানে পদের নাম হচ্ছে গ্রুপ ডি পিয়ন ( Peon) পদ সহ আরও বিভিন্ন পদ।

West Bengal district court recruitment post details and Sallary

শূন্যপদ: এখানে মোট শূন্যপদ সংখ্যা ১৭ টি। সব মিলিয়ে শূন্যপদ রয়েছে ৩৭ টি।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

যোগ্যতা: চাকরি-প্রার্থীরা রাজ্যের যে কোন সরকারি স্কুল থেকে ৮ম শ্রেণী পাস হলেই এই পিয়ন পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও বাকি পদ গুলোর জন্য ৮ম শ্রেণী পাস যোগ্যতার সাথে মাধ্যমিক পাস চাওয়া হয়েছে।

 

মাসিক বেতন: অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুসারে এখানে মাসিক বেতন ১৭,০০০/- থেকে ৪৩,০০০/- টাকা পর্যন্ত দেওয়া হবে চাকরিতে নিযুক্ত প্রার্থীদের। ( Pay level 1)

 

 

বয়সসীমা: যারা যারা এখানে আবেদন করতে চান তাদের বয়স অতি অবশ্যই ১/০১/২০২৪ অনুযায়ী ১৮ থেকে ৪০ বছর মধ্যে হতে হবে।

নিয়োগ স্থান: রাজ্যের কালিম্পং জেলার ডিস্ট্রিক্ট জাজের অফিসে এই নিয়োগ করা হবে।

নিয়োগ প্রক্রিয়া: লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি: ইচ্ছুক চাকরি-প্রার্থীদের কালিম্পং জেলার ডিস্ট্রিক্ট জজ কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। চাকরি-প্রার্থীদের সুবিধার্থে আবেদন করার মূল লিংক নিচে দেওয়া হল। সেই লিঙ্কে ক্লিক করেও সরাসরি আবেদন করা যাবে। তবে আবেদন করার পূর্বে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা অবশ্যই একবার ভালো করে পড়ে নিয়ে তারপর আবেদন করবেন।

আবেদন করার শেষ তারিখ: ১৭/০৫/২০২৪।

আবেদন মূল্য: ST/SC – ২৮০/- , UR/OBC – ৩৮০/- , PWD – ১৬০-/ টাকা। অনলাইনে ফর্ম পূরণ করার সময় এই টাকা পে করতে হবে।

আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট: চাকরিপ্রার্থীর আধার কার্ড, বয়সের প্রমাণ পত্র হিসেবে ভোটার আইডি কার্ড, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং ১ কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আবেদন করুন: ক্লিক করুন এখানে

আরও পড়ুন: বর্তমানে কি কি চাকরির ফর্ম পূরণ চলছে? দেখে নিন মে মাসের সেরা চাকরি গুলি। 

Telegram channel joining logo

আপনার জন্য
WhatsApp Logo