দেশের অন্যতম একটি ব্যাংক Axis Bank সম্প্রতি তাদের বেশ কিছু পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে উচ্চমাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন চাকরি-প্রার্থীরা সেই সাথে এখানে মাসিক বেতন দেওয়া হবে ২২,০০০ টাকা। তাই আপনি যদি Axis Bank এ চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে শেষ পর্যন্ত পড়ুন প্রতিবেদনটি। এখানে বিস্তারিত সবকিছু আলোচনা করা হবে।
পদের নাম: Axis Bank এ যে পদ গুলোতে কর্মী নিয়োগ করা হবে তার নাম হচ্ছে DEO ( Data entry operator), back office executive এবং customer service officer।
শূন্যপদ: জানা গিয়েছে এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে ২২৭ টি।
শিক্ষাগত যোগ্যতা এবং বয়স: Axis Bank তাদের উল্লেখিত ৩ টি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চেয়েছে উচ্চমাধ্যমিক পাশ। সেই সাথে বয়সসীমা চাওয়া হয়েছে ১৮ থেকে ৩২ বছর।
মাসিক বেতন: এখানে যারা চাকরি পাবেন তাদের মাসিক বেতন অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে ১৬,৭০০ থেকে ২২,৩০০ টাকা দেওয়া হবে।
নিয়োগ স্থান: পশ্চিমবঙ্গ।
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: আগ্রহী চাকরি-প্রার্থীদের ২৮/০৪/২০২৪ তারিখের মধ্যে নিচে দেওয়া HR department এর WhatsApp অথবা email ঠিকানায় নিজের CV পাঠিয়ে আবেদন করতে হবে।
নিয়োগ প্রক্রিয়া: এখানে কোনরকম কোন অভিজ্ঞতা ছাড়া চাকরি-প্রার্থীরা ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিতে নিয়োগ দেওয়া হবে।
আবেদন করুন: WhatsApp – 9932963523
আবেদন করুন: e-mail- corporate.associate.ltd@gmail.com
আরও পড়ুন: রাজ্যে লাইব্রেরিয়ান অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ। শেষ তারিখ ২১/০৪/২০২৪।