Sunday, December 22, 2024

১১৭৮ শূন্যপদে রাজ্যে পুলিশে ASI নিয়োগ, জেনে নিন আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য

West Bengal Recruitment Board এর অফিশিয়াল ওয়েবসাইটে ১১৭৮ টি শূন্যপদে Sub Inspector নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যাদের মনে Sub Inspector হওয়ার স্বপ্ন রয়েছে, তারা দ্রুত দেখে নিন যোগ্যতা, পদ, আবেদন পদ্ধতি এবং আবেদনের শুরু ও শেষের তারিখ।।

যে পদে কর্মী নিয়োগ হবে: West Bengal Recruitment Board-এ যে নোটিশ প্রকাশিত হয়েছে, সেখানে মূলত দুই ধরনের পদের কথা বলা হয়েছে। প্রথমত Assistant Sub Inspector (ASI) এবং দ্বিতীয়ত LASI (UB) পদ।

▪ শূন্যপদ সংখ্যা: অফিশিয়াল নোটিশ অনুযায়ী মোট ১১৭৮ শূন্যপদে নিয়োগ হবে। এরমধ্যে ১১৫০টি পদ রয়েছে ASI/LASI (UB) এবং ২৮টি পদ রয়েছে ASI (AB) এর জন্য।

Police exam

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

▪ নিয়োগ প্রক্রিয়া: নিয়োগের ক্ষেত্রে মোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। General Knowledge & Report Writing এর জন্য ২০ নম্বর, Law & Procedure থাকবে ৬০ নম্বর, Social Awareness এ ১০ নম্বর এবং তার সাথে ড্রিলে ২০ থাকবে। ১০০ তে ৪০ পেলেই পাস ধরা হবে। সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি চেক করতে পারেন।।

আবেদনের শুরুর এবং শেষ তারিখ: আবেদন শুরু হয়েছে মার্চ মাসের ১৬ তারিখে এবং আবেদন শেষ হবে এপ্রিল মাসের ১৫ তারিখে।

▪ আবেদন পদ্ধতি: আবেদন করতে হবে অনলাইনে। মার্চের ১৬ তারিখ থেকে শুরু করে এপ্রিল মাসের ১৫ তারিখের মধ্যে করতে হবে আবেদন। প্রার্থীরা।

1. https://prb.wb.gov.in

2.https://wbpolice.gov.in 3.http://wbcorrectionalservices.gov.in-

এই তিনটি ওয়েবসাইটের মধ্যে যেকোনো একটি ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে পারবেন।।

▪ আবেদন করার জন্য যোগ্যতা: যেহেতু এটা একটা প্রোমোশনাল নিয়োগ বিজ্ঞপ্তি, তাই উপরিক্ত পদে আবেদন করতে চাইলে প্রার্থীকে অন্ততপক্ষে West Bengal Police-এ ৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আপনার জন্য
WhatsApp Logo