২০১৬ সালে বর্তমান মোদি সরকার একটি বিশেষ প্রকল্প করেছিল। সেই প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার প্রতিটি পরিবারকে মাসিক ৩০০ টাকা হিসেবে বার্ষিক ৩৬০০ টাকা পেয়ে থাকে। যারা এখনো পর্যন্ত সেই প্রকল্প সম্পর্কে জানা না এবং বার্ষিক ৩৬০০ টাকা হাত ছাড়া করছেন,,তারা জেনে নিন কিভাবে সেই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে।
যে প্রকল্প সম্পর্কে কথা হচ্ছে, ২০২৩ সালের আগস্ট মাসের আগে পর্যন্ত সেই প্রকল্পে মাসিক ১০০ টাকা হিসেবে বার্ষিক ১২০০ টাকা প্রত্যেকটা পরিবার পেত। কিন্তু দুজন ২০২৩ সালের আগস্ট মাসের পর থেকে ১০০ টাকার বদলে টাকার পরিমাণ ৩০০ টাকা করা হয়েছে। ফলে এখন প্রতিটা পরিবারই বার্ষিক ৩৬০০ টাকা পেয়ে থাকে তাও আবার সোজা অ্যাকাউন্টে। সম্প্রতি কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন যে, আগামী বছরও এই প্রকল্পের সুবিধা পাবেন সকলে।।
এবার যারা নতুন করে এই প্রকল্পের সুবিধা পেতে চান, তাদের অবশ্যই সবার প্রথমে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন এবং পরে আবেদনপত্র সঠিকভাবে পূরণ করতে হবে। আবেদনপত্র নিজের পছন্দের গ্যাস অপারেটর এবং ডিস্ট্রিবিউটর বেছে নিতে হবে। PM Ujjwala Yojana-তে প্রথম গ্যাস সিলিন্ডার সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়।
গ্যাস শেষ হয়ে যাওয়ার পর যখন আপনি দ্বিতীয়বার নিজের সিলিন্ডারে গ্যাস ভরতে যাবেন, তখন আপনি নিজের উজ্জ্বলা অ্যাকাউন্টে প্রত্যেকটা সিলিন্ডারের উপর ৩০০ টাকা করে ভর্তুকি পাবেন। এবার যদি বার্ষিক হিসেবে ধরা যায়,তাহলে আপনি প্রত্যেক মাসে ৩০০ টাকা হিসেবে এক বছরে বারোটা গ্যাস সিলিন্ডারের ওপর মোট ৩৬০০ টাকা ভর্তুকি হিসেবে পাবেন। তবে এসব আপনি তখনই পাবেন যখন আপনার একটি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট থাকার পাশাপাশি আধার কার্ড,ভোটার কার্ড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র থাকবে।
আরও পড়ুন: মহিলাদের জন্য ৫ টি দুর্দান্ত প্রকল্প কেন্দ্রের! ঘরে বসেই মিলবে বিশাল সুবিধা