Sunday, December 22, 2024

দিতে হবে না কোন পরীক্ষা, লিখিত পরীক্ষা ছাড়াই কর্মী নিয়োগ SBI তে! আবেদন পদ্ধতি জেনে নিন

ভারতীয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এর তরফ থেকে বেশ কিছু পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে কোন রকম কোন লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি কর্মী নিয়োগ করবে SBI। অপরদিকে মাসিক বেতনও খুব ভালো রয়েছে এখানে। তাই আপনি যদি SBI তে চাকরি করতে চান তাদের শেষ পর্যন্ত পড়তে হবে প্রতিবেদনটি।

যে যে পদে কর্মীদের নিয়োগ করা হবে: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে এখানে পদের নাম সার্কেল ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইজর, অ্যাসিস্টেন্ট ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এবং ম্যানেজার পদে নিয়োগ করা হবে কর্মী।

শূন্যপদ এবং বেতন: প্রতিটা পদের জন্যই এখানে শূন্যপদ এবং বেতন আলাদা আলাদা। যেমন অ্যাসিস্টেন্ট ম্যানেজার পদ (শূন্যপদ ২৩ টি বেতন ৩৬,০০ থেকে ৬৩,৮৪০ টাকা), ডেপুটি ম্যানেজার ( শূন্যপদ ৫১ টি এবং বেতন ৪৮,১৭০ থেকে ৬৯,৮১০ টাকা), ম্যানেজার (শূন্যপদ ৩ টি এবং বেতন ৬৩,৮১০ থেকে ৭৮,২৩০ টাকা) এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদ ( শূন্যপদ ৩ টি এবং বেতন ৮৯,৮৯০ থেকে ১,০০,৩৫০ টাকা বেসিক।

SBI post

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শিক্ষাগত যোগ্যতা: SBI এর উল্লেখিত ৪ পদের জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন চাওয়া হয়েছে। তাই শিক্ষাগত যোগ্যতার সমন্ধে বিস্তারিত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে থেকে দেখে নিতে হবে।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক এবং আগ্রহী চাকরিপ্রার্থীদের ৪/০৩/২০২৪ তারিখের মধ্যে নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে। তবে আবেদন করার পূর্বে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা অবশ্যই ভালো করে পড়ে নিয়ে তারপর আবেদন করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া: এখানে কোন রকম কোন লিখিত পরীক্ষায় বসতে হবে না চাকরি-প্রার্থীদের। কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।

আবেদন মূল্য: ST/SC দের আবেদন মূল্য লাগবে না। General/EWS/OBC প্রার্থীদের আবেদন মূল্য বাবদ ৭৫০ টাকা দিতে হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

আবেদন করুন: ক্লিক করুন এখানে

আরও পড়ুন: IDBI ব্যাংকে চাকরি

আপনার জন্য
WhatsApp Logo