শূন্যপদ 5696, রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগ অসংখ্য কর্মী! জেনে নিন আবেদন পদ্ধতি

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। যারা রেলে চাকরি করতে চান তাদের জন্য দুর্দান্ত একটি চাকরির খবর নিয়ে হাজির হয়েছি আমরা। সম্প্রতি ভারতীয় রেলওয়ের বোর্ড RRB এর তরফ থেকে assistant লোকো পাইলট ( RRB Assistant Loko pilot recruitment 2024) পদের জন্য অসংখ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাই আপনি যদি এখানে আবেদন করতে চান শেষ পর্যন্ত পড়ুন প্রতিবেদনটি।

যে পদে কর্মী নিয়োগ করা হবে: এখানে পদের নাম লোকো পাইলট/ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শূন্যপদ: এখানে সব মিলিয়ে প্রায় শূন্যপদ সংখ্যা রয়েছে ৫৬৯৬ টির মতো। পশ্চিমবঙ্গের যে কোন জেলা থেকে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন‌।

শিক্ষাগত যোগ্যতা: অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের নূন্যতম মাধ্যমিক পাশ হতে হবে সেই সাথে থাকতে হবে তাদের ITI সার্টিফিকেট।

Indian railway Job

মাসিক বেতন: চাকরিতে নিযুক্ত প্রার্থীদের এখানে মাসিক বেতন দেয়া পে লেভেল ২ অনুযায়ী অর্থাৎ ১৯,৯০০ টাকা থেকে সর্বোচ্চ বেতন ২৪,০০০ টাকা পর্যন্ত।

বয়সসীমা: এখানে চাকরি-প্রার্থীদের বয়সসীমা চাওয়া হয়েছে ১৮ থেকে ৩০ বছর। তবে সংরক্ষিত প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরিপ্রার্থীদের ১৯/০২/২০২৪ তারিখের মধ্যে নিচে দেয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি আবেদন করে দিতে হবে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য।

নিয়োগ স্থান: পুরো দেশব্যাপী নিয়োগ। তার মধ্যে কলকাতাতে রয়েছে ৩৪৫ টি শূন্যপদ।

আবেদন মূল্য: এখানে আবেদন মূল্য বাবদ ৫০০ টাকা দিতে হবে, তবে ST/SC দের ২৫০ টাকা আবেদন মূল্য লাগবে।

প্রয়োজনীয় ডকুমেন্টস: আধার কার্ড, মাধ্যমিক পাশের সার্টিফিকেট, ১ কপি পাসপোর্ট সাইজের ছবি, কাস্ট সার্টিফিকেট এবং ITI সার্টিফিকেট।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।

সরাসরি আবেদন করুন:  ক্লিক করুন এখানে।

আরও পড়ুন: এয়ারপোর্টে প্রচুর কর্মী নিয়োগ

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

1 thought on “শূন্যপদ 5696, রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগ অসংখ্য কর্মী! জেনে নিন আবেদন পদ্ধতি”

Leave a Comment