সামনেই আসছে গরমকাল। আর এই গরমকালে বিদ্যুত বিল নিয়ে দুশ্চিন্তার মধ্যে থাকি আমরা অনেকেই। কারণ মাস শেষে বিদ্যুত বিল দিতে গিয়ে হাত থেকে বেরিয়ে যায় অনেক টাকা। আর এই ঝামেলা থেকে মুক্তি দিতে এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু করা হয়েছে একটি দারুন স্কিম। যেই স্কিমে বিদ্যুত বিল নিয়ে আর কোন ঝামেলা পোহাতে হবে না। কারণ এবার থেকে গরম কালে অর্ধেক বিদ্যুত বিল দিতে হবে সবাইকে।
কেন্দ্রীয় সরকারের দারুন একটি প্রকল্প যার নাম দেয়া হয়েছে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা (PM Suryodaya Yojana)। যেই যোজনার মূল উদ্দেশ্য হচ্ছে বিদ্যুত বিলের ঝামেলা থেকে দেশবাসীকে মুক্ত করা। কারণ কেন্দ্রের এই সূর্যোদয় যোজনার মাধ্যমে দেশব্যাপী মানুষের বাড়ির ছাদে লাগিয়ে দেয়া হবে সোলার প্যানেল। আর এরফলে বিদ্যুত বিলের ঝামেলা থেকে মুক্তি পাবে দেশের মানুষ। বিশেষ করে গরমকালে বাড়ির ছাদে সোলার প্যানেল বসালে তা থেকে উৎপন্ন বিনামূল্যে বিদ্যুত ব্যবহার করা যাবে। ফলে মাস শেষে বিদ্যুত বিল কম আসবে।
কেন্দ্রীয় সরকার সূর্যোদয় যোজনায় ১০,০০০ কোটি টাকা বিনিয়োগ করার কথা ঘোষণা দিয়েছে। ফলে ১ কোটি মানুষের বাড়ির ছাদে বসতে চলছে এই সোলার প্যানেল। এই সোলার প্যানেল থেকে মাসে অন্ততপক্ষে ৩০০ ইউনিট অবধি ইলেকট্রিসিটি ফ্রিতে উৎপন্ন করা যাবে। ফলে ইলেকট্রিক বিল কমে প্রায় অর্ধেক হয়ে যাবে। আর এতে উপকৃত হবেন গরীব থেকে মধ্যবিত্ত বর্গের মানুষরা।
কিভাবে আবেদন করবেন এখানে: প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনায় আবেদন করার জন্য এর অফিসিয়াল ওয়েবসাইট solarrooftop.gov.in গিয়ে প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদন করতে হবে। মূলত কাস্ট সার্টিফিকেট, ব্যাংক একাউন্ট, আধার কার্ড, ইনকাম সার্টিফিকেট, প্যান কার্ড, ১ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং নিজের নামে জমির দলিল থাকলেই আবেদন করা যাবে প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনায়।
আরও পড়ুন: বাড়িতে আধার অফিস খুলে মাসে প্রচুর টাকা আয় করুন।