Wednesday, November 20, 2024

বাড়িতে আধার সেন্টার খুলে মাসে করুন মোটা টাকা আয়! রইলো আবেদন পদ্ধতি সহ বিস্তারিত তথ্য

বর্তমানে চাকরির বাজারের বেহাল দশা। এই জন্য অনেকেই নিজের বিজনেস অথবা ঘরে বসে টাকা উপার্জনের রাস্তা খুঁজছেন। আর আপনিও যদি তেমন মানুষের মধ্যে হয়ে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে একটি দারুন সু্যোগ। এখন আপনি আপনার বাড়িতে আধার সেন্টার অর্থাৎ আধার সেবা কেন্দ্র খুলে মাসে আয় করতে পারবেন মোটা টাকা। আপনি কি আধার সেন্টার খুলতে চান? চলুন যেনে নিই বাড়িতে আধার সেন্টার কিভাবে খুলতে হবে।

বাড়িতে আধার সেবা কেন্দ্র খোলার জন্য আপনাকে কয়েকটি ধাপ পূরণ করতে হবে। বাড়িতে আধার সেবা কেন্দ্র খোলার জন্য আপনাকে প্রথমে এর লাইসেন্স বা সার্টিফিকেটের দরকার হবে। এরপর দরকার হবে আধারের যাবতীয় সব কাজ করার জন্য এর সফটওয়্যার ( Software)। এরপর UIDAI এর তরফ থেকে একটি পরীক্ষা নেয়া হবে। যারা যারা নিজেদের আধার সেন্টার খুলতে চান তাদের সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে আধার সেবা কেন্দ্র খোলার জন্য অনুমতি পাওয়া যাবে UIDAI এর তরফ থেকে।

Aadhaar

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বাড়িতে আধার সেবা কেন্দ্র খোলার জন্য আপনাকে NSE দ্বারা পরিচালিত ৬ মাসের একটি কোর্স কমপ্লিট করতে হবে। আর কোর্স শেষ করলে এরপর পরীক্ষা। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেই মিলবে আধার সেবা কেন্দ্র খোলার জন্য সার্টিফিকেট। যারা যারা নিজেদের আধার সেবা কেন্দ্র খুলতে চান তারা ভারত সরকারের স্কিল ইন্ডিয়া পোর্টালে গিয়ে কোর্সটি জয়েন করতে হবে। এরপর নিকটবর্তী স্কিল ইন্ডিয়া ক্যাম্পে গিয়ে এই কোর্সটি শেষ করতে হবে। তারপর ৬ মাস কোর্সটি কমপ্লিট করার পর অনলাইনে তাদের পরীক্ষা নেওয়া হবে।

আধার সেবা কেন্দ্র খোলার জন্য কমপক্ষে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। সেই সাথে বয়স হতে হবে ১৮ বছরের উর্ধ্বে। একই সাথে আপনাকে এমন জায়গায় আধার সেবা কেন্দ্র খুলতে হবে যেখানে জনবসতি বেশি। জানিয়ে রাখি যে আধার সেবা কেন্দ্রে খুলে সেখানে আধার কার্ড তৈরি থেকে শুরু করে শিশুদের আধার কার্ড তৈরি যাবতীয় আধারের সব কাজই করতে পারবেন।।

আরও পড়ুন: কৃষকদের বিনামূল্যে সোলার পাম্প দিচ্ছে কেন্দ্র 

আপনার জন্য
WhatsApp Logo