যারা কেন্দ্র সরকারের অধীনে কোনো একটা পদে চাকরি করছেন, তাদের জন্য রয়েছে একটা বড়োসড়ো সুখবর। গোপন সূত্রে জানা যাচ্ছে,যে এবার কেন্দ্রীয় সরকারি চাকরিজীবীদের লটারি লাগতে চলেছে অর্থাৎ কেন্দ্রীয় সরকারি চাকরিজীবীদের জন্য নতুন ভাবে DA বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার তাও আবার ৪ শতাংশ হারে।
বতর্মানে কেন্দ্র সরকারের চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতা বা DA করা হয়েছে ৪৬%। তবে এখন আবার শোনা যাচ্ছে যে এই মহার্ঘ ভাতার পরিমান আরো বাড়ানো হয়েছে। কিছুদিন আগেই কেন্দ্র সরকারের বাজেট পেশ করা হয়েছে। তখন সবাই আশা করছিল যে এবার হয়তো DA বাড়ানো হবে। কিন্তু সেই সময় DA বাড়ানো নিয়ে কোনো কথা হয়নি।
কিন্তু তখন DA নিয়ে কোনো কথা না হলেও অনেকেই মনে করছেন যে এবার খুব শীঘ্রই DA এর পরিমান ৪৬% থেকে বৃদ্ধি পেয়ে ৫০% হবে। সরকারের ৭ম বেতন কমিশন অনুযায়ী, মুল বেতনের সাথে যুক্ত হবে এই নতুন ৫০% মহার্ঘ্য ভাতা। আর এই জিনিসটা বাস্তব হওয়ার আশাতেই রয়েছেন বেশিরভাগ কেন্দ্র সরকারের চাকরীজীবি মানুষ এবং পেনশন প্রাপক মানুষ।।
এবার ভাবুন যদি সত্যি সত্যিই DA এর পরিমান ৪৬% থেকে বৃদ্ধি পেয়ে ৫০% এ পৌঁছায়, তাহলে একজন সরকারি কর্মজীবন মানুষের বেতন কোথায় গিয়ে দাড়াবে। উদাহরণ হিসাবে, ধরুন একজন সরকারি কর্মজীবন মানুষ যিনি বতর্মান বেতন পান ৫৮,৭৫০ টাকা। তাহলে ৪৬% DA বেতন হয় ২৭,০২৭ টাকা। এবার যদি DA ৫০% এ পৌঁছায় তাহলে তখন তার DA বেতন হয় ২৯ হাজার ৩৭৫ টাকা। সুতরাং এইভাবে চাকরিজীবি এবং পেনশন প্রাপক, DA বাড়লে হাসি ফুটবে উভয়ের মুখেই।