৪০,০০০ টাকা বেতন, এয়ারপোর্ট অথরিটিতে কর্মী নিয়োগ! জেনে নিন আবেদন পদ্ধতি

রাজ্যের শতশত চাকরি-প্রার্থীদের জন্য ফের একবার সুখবর। সম্প্রতি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI) এর তরফ থেকে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে মাসিক বেতন চাকরি-প্রার্থীদের ৪০,০০০ টাকা দেওয়া হবে। তাহলে চলুন আর দেরি কিসের জেনে নিন এই বিষয়ে বিস্তারিত তথ্য।

পদের নাম এবং শূন্যপদ: এখানে পদ সংখ্যা রয়েছে ৫ টি যথাক্রমে Junior Executive (Architecture, Junior Executive ( Engineering Electrical, Junior Executive ( Engineering Civil), Junior Executive ( Electronics) এবং Junior Executive ( Information Technology)।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শূন্যপদ: এখানে শূন্যপদ সংখ্যা রয়েছে ৪৯০ টির মতো। পশ্চিমবঙ্গের যে কোন জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।

AAI post catagory

শিক্ষাগত যোগ্যতা: উল্লেখিত এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ৫ পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিভিন্ন বিষয়ের উপর গ্রাজুয়েশন পাস। তাই কার কি যোগ্যতা আছে সেটা অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে দেখে নিতে হবে।

মাসিক বেতন: চাকরিতে নিযুক্ত প্রার্থীদের এখানে মাসিক বেতন দেয়া হবে ৪০,০০০ টাকা থেকে সর্বোচ্চ বেতন ১,৪০,০০০ টাকা পর্যন্ত।

বয়সসীমা: এখানে আবেদন করার জন্য চাকরি-প্রার্থীদের বয়স হতে হবে ১/০৫/২০২৪ অনুযায়ী ২৭ বছরের মধ্যে। এছাড়াও ST/SC/OBC প্রার্থীরা ৫ থেকে ৩ বছরের বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরিপ্রার্থীদের জানানো হচ্ছে যে আগামী 02/04/2024 থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার উক্ত পদ গুলোতে। যা চলবে 01/05/2024 তারিখ পর্যন্ত। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুসারে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হলে তা অফিসিয়াল ওয়েবসাইট www.aai.aero জানিয়ে দেওয়া হবে। এছাড়াও এই সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়া যাবে আমাদের WhatsApp গ্ৰুপে।

aai online registration opening time

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন

আরও পড়ুন: রাজ্যের BDO অফিসে চাকরি। আবেদন করার শেষ তারিখ ১৩/০৩/২০২৪

আরও পড়ুন: ভারতীয় রেলে টিকিট বুকিং এজেন্ট পদে কর্মী নিয়োগ। আবেদন করার শেষ তারিখ ১৩/০৩/২০২৪ তারিখ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment