রাজ্য সরকারের যে প্রকল্পে প্রতি মাসে ৫০০ ও ১,০০০ টাকা দেওয়া হয় অর্থাৎ লক্ষীর ভান্ডার প্রকল্প সম্পর্কে তো আপনি জানেন-ই। কিন্তু আপনি কি জানেন যে, আমাদের রাজ্যে কিন্তু মহিলাদের জন্য আরও একটা দারুন স্কিম রয়েছে যে স্কিমের মাধ্যমে মহিলারা কিন্তু একেবারেই ৫,০০০ টাকা পেতে পারেন। কিন্তু সেটা আবার কোন প্রকল্প? আর কীভাবেই বা পাওয়া যায় একেবারে ৫০০০ টাকা? সেই বিষয়টাই জানাবো এই প্রতিবেদনে।
আমাদের রাজ্যের মহিলাদের প্রত্যক্ষভাবে আর্থিক দিক থেকে সাহায্য করার জন্য একটি প্রকল্প চালায় যার নাম জাগো প্রকল্প (Jaago Prakalpa). এই প্রকল্পেই বিশেষ এক গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলাদের একেবারে ৫,০০০ টাকা দেওয়া হয়। তবে সকলেই যে এই টাকা পাবেন তেমনটা কিন্তু একেবারেই নয়। এর জন্য কিন্তু বেশ কিছু শর্ত পূরণ করতে হয়। যেমন-
জাগো প্রকল্পের মাধ্যমে একেবারে ৫,০০০ টাকা পাওয়ার প্রথম শর্ত এটাই যে- আবেদনকারীকে অবশ্যই কোনো স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে।।
দ্বিতীয়ত: সেই গোষ্ঠীর বয়স অন্ততপক্ষে এক বছর হতে হবে। গোষ্ঠীর চালু একটা অ্যাকাউন্ট থাকা চাই এবং সঙ্গে সেই অ্যাকাউন্টে কিছু টাকাও থাকা প্রয়োজন। এই সব শর্ত পূরণ হলেই জাগো প্রকল্পের জন্য আবেদন করা যাবে।
আবেদন করা যায় দুইভাবে। গত দুয়ারে সরকার ক্যাম্পে জাগো প্রকল্পের আবেদন পত্র জমা নেওয়ার ব্যবস্থা ছিল। এছাড়াও, যদি কেউ BDO Office- থেকে আবেপত্র সংগ্রহ এবং জমা করতে চান তাহলে সেটাও সম্ভব। আবার যদি কোনো গোষ্ঠীর সদস্য অফলাইন আবেদন না করতে চান তাহলে তারা অনলাইনেও কিন্তু www.shgsewb.gov.in- এই ওয়েবসাইট ভিজিট করে আবেদন করতে পারেন।