বহুদিন পর রেলে RPF এবং constable পদের জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে নূন্যতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হলেই চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। তাই যারা যারা ভারতীয় রেলের RPF এবং constable পদের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলেন তারা জেনে নিন কিভাবে এখানে আবেদন করবেন।
যে পদে কর্মী নিয়োগ হবে: Railway protection force তথা RPF এর SI এবং constable পদে কর্মী নিয়োগ হবে।
শূন্যপদ সংখ্যা: এখানে সব মিলিয়ে প্রায় শূন্য পদ সংখ্যা ২,২৫০ টি। যার মধ্যে শুধুমাত্র constable পদের জন্যই শূন্যপদ সংখ্যা রয়েছে ২,০০০টি এবং SI পদের জন্য রয়েছে ২৫০টি শূন্যপদ।
শিক্ষাগত যোগ্যতা: চাকরিপ্রার্থীরা নূন্যতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ এবং RPF SI পদের জন্য গ্রাজুয়েশন পাশ হলেই আবেদন করতে পারবেন প্রার্থীরা।
বয়সসীমা: চাকরিপ্রার্থীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হলেই তারা দুটি পদের জন্য আবেদন করতে পারবেন এখানে। এছাড়াও ST/SC/OBC প্রার্থীদের জন্য ৫ বছরের বয়সের ছাড় রয়েছে।
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: রেলের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের http://www.indianrailways.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। তবে আবেদন করার শেষ তারিখ কবে তা জানানো হয়নি।
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।