Friday, November 22, 2024

ভোটের আগে বড় খবর, বিনামূল্যে সবাইকে ১টি করে গ্যাস সিলিন্ডার দিচ্ছে কেন্দ্র! এভাবে করুন আবেদন

সামনেই ২০২৪ এর লোকসভা নির্বাচন। আর লোকসভা নির্বাচনের আগেই উঠে এলো একটা গুরুত্বপূর্ণ খবর। জানা গিয়েছে যে ২০২৪ এর লোকসভা নির্বাচনে আগে দেশের নিম্নবিত্ত আয় এবং গরিব শ্রেণীর মানুষদের ১ টি করে ওভেন এবং একটি করে গ্যাস সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তাই আপনিও যদি বিশেষ এই সুবিধার লাভ উঠাতে চান শেষ পর্যন্ত পড়ুন প্রতিবেদনটি।

প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা ২.০ এর মাধ্যমে দেশের নিম্নবিত্ত আয় এবং গরিব শ্রেণীর মানুষদের বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেয়া হবে। ইতিমধ্যেই উজ্জ্বল যোজনার মাধ্যমে প্রায় ২ কোটি সাধারন জনগনদের বিনামুল্যে রান্নার গ্যাস দেয়া হয়েছে। তাই মর্মে উজ্জ্বল যোজনা ২.০ লঞ্চ করা হয়েছে সরকারের তরফ থেকে। যেখানে আরও বেশি সংখ্যক মানুষকে বিনামূল্যে রান্নার গ্যাস সরবরাহ করা হবে। তাই আপনিও যদি বিনামূল্যে গ্যাস সিলিন্ডার এবং ১টি ওভেন পেতে চান তাহলে আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে সেগুলো জেনে নিন।

ফ্রিতে গ্যাস সিলিন্ডার পাওয়ার শর্ত: 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

. বাড়িতে একজন মহিলা থাকতে হবে। উজ্জ্বল যোজনার সুবিধা কেবলমাত্র মহিলারাই পাবেন।

. আবেদনকারীর বয়স ১৮ বছরের উর্ধ্বে হতে হবে এবং মহিলারা যদি বিবাহিত হন তাহলে স্বামী-স্ত্রীর নামে এর আগে কোনো গ্যাস কানেকশন থাকলে হবে না।

. আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় এক লক্ষ টাকার কম হতে হবে। শহর অঞ্চলে বসবাস করলে তাহলে বার্ষিক আয় দুই লক্ষ টাকার কম হতে হবে।

. আবেদনকারীর নামে আগে থেকেই কোন গ্যাস কানেকশন থাকলে চলবে না।

LPG gas cylinder

উজ্জ্বল যোজনা ২.০ তে আবেদন পদ্ধতি:

. সর্বপ্রথম আপনাকে নিচে দেয়া লিঙ্কে করে অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

. এরপর Click Here to apply for New Ujjwala 2.0 Connection এ ক্লিক করতে হবে‌।

. এরপর আপনাকে Indane, Bharat, Hp এর মধ্যে যেকোন একটি অপশন বেছে নিয়ে Click here to apply তে ক্লিক করে দিতে হবে।

. এরপর পরবর্তী ওয়েবসাইট খুললে আপনাকে নিজেকে Register করে নিতে হবে সেখানে।

. এবার আপনাকে সঠিক তথ্য দিয়ে আবেদন ফরমটি পূরণ করে দিতে হবে। জানিয়ে রাখি যে এই কাজটি আপনি আপনার নিকটবর্তী গ্যাস অফিসে গিয়েও করতে পারবেন।

প্রয়োজনীয় ডকুমেন্টস: আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংক একাউন্ট নম্বর (IFSC code) এবং ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।

বিনামূল্যে গ্যাস সিলিন্ডারের জন্য আবেদন করুন: ক্লিক করুন এখানে

 

আপনার জন্য
WhatsApp Logo