চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, বিশেষ করে যারা ব্যাংকে চাকরি করতে চান তাদের জন্য এই প্রতিবেদনটি। জানা গিয়েছে যে ভারতের অন্যতম একটি জনপ্রিয় বেসরকারি ব্যাংক ইন্ডিয়ান ব্যাংক তাদের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে শুধুমাত্র সপ্তম শ্রেণী পাশ থাকলেই আবেদন করতে পারবেন প্রার্থীরা। চলুন জেনে নিই বিস্তারিত।
যে পদে কর্মী নিয়োগ হবে: নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ইন্ডিয়ান ব্যাঙ্ক তাদের দুটি পদ Attender এবং watchmen পদে কর্মী নিয়োগ করবে।
মাসিক বেতন: এখানে দুটি পদেরই মাসিক বেতন ভিন্ন ভিন্ন। Attender পদের মাসিক বেতন ১০৫০০ টাকা এবং watchmen পদের মাসিক বেতন এখানে ৮৫০০ টাকা দেয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা: Attender পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে নূন্যতম মাধ্যমিক পাশ এবং watchmen পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র সপ্তম শ্রেণী পাস।
বয়সসীমা: অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে দুটি পদেরই এখানে বয়সসীমা ২২ থেকে ৪০ বছরের মধ্যে হলে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরিপ্রার্থীদের ২৫/০১/২০২৪ তারিখের মধ্যে নিজের CV এবং সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টের জেরক্স কপি সহ নিচে দেয়া ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে হবে ( পোস্ট অফিসের মাধ্যমে)।
নিয়োগ প্রক্রিয়া: প্রার্থীদের ইন্টারভিউ মাধ্যমে তাদের কর্মক্ষেত্রে নিয়োগ করা হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: The Assistant General Manager, Indian Bank,
Zonal Office Deoghar, 498 A, Srikant Road, Belabagn, Deoghar- 814112।
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।