এতোদিন ধরে ইচ্ছামতো নতুন সিমকার্ড নিয়েছেন? যদি নিয়ে থাকেন তাহলে এবার আপনাকে থামতে হবে। কারণ আজকে থেকেই অর্থাৎ ২০২৪ থেকেই কিন্তু,নতুন সিমকার্ড নেওয়ার ক্ষেত্রে জারি হতে চলেছে বেশকিছু নিয়ম। আর যদি সেই নিয়ম আপনি না মানেন, তাহলে কিন্তু আপনারও হতে পারে ১০,০০,০০০ টাকার আর্থিক জরিমানা। কিন্তু কেন? ভুলটি করার আগেই জেনে নিন ঠিক কী এবং কেন মানতে হবে সেই নতুন নিয়ম।
নতুন বছরে সিমকার্ড নেওয়ার ক্ষেত্রে মূলত দুটি নিয়ম মানতে হবে। একটা নিয়ম জারি করা হয়েছে সাধারণ মানুষের জন্য যারা নিজেদের জন্য সিমকার্ড কেনেন। অন্যদিকে আরেকটা নিয়ম রয়েছে তাদের জন্য যারা সিমকার্ড বিক্রি করেন। অর্থাৎ সিমকার্ড ডিস্ট্রিবিউটারদের জন্য।
প্রথমে জেনে নিন নতুন বছরে সিমকার্ড নেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য অর্থাৎ যারা নিজেদের ব্যবহারের জন্য সিমকার্ড কেনেন তাদের জন্য কী নিয়ম রয়েছে। বলা হয়েছে, যারা সাধারণত নিজেদের ব্যবহারের জন্য সিমকার্ড কেনেন তাদের কিন্তু সিমকার্ড কেনার ক্ষেত্রে ডিজিটাল KYC করতেই হবে। আগে কিন্তু কাগজভিত্তিক KYC হতো। কিন্তু এবছর তা বন্ধ করা হয়েছে। মূলত বতর্মানে সিমকার্ড ব্যবহার করে যে অনলাইন জালিয়াতি হচ্ছে, সেগুলো বন্ধ করতেই এই ব্যবস্থা।
দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মটি রয়েছে সিমকার্ড ডিস্ট্রিবিউটর এবং পয়েন্ট-অফ-সেল এজেন্টদের জন্য। ডিস্ট্রিবিউটর এবং POS-দের জন্য বলা হয়েছে, ডিস্ট্রিবিউটর এবং পয়েন্ট-অফ-সেল এজেন্ট হিসাবে কাজ শুরু করার এক বছরের মধ্যে তাদের রেজিস্ট্রেশন করাতে হবে। যদি কাজ শুরু করার এক বছর পরেও তারা নিজেদের রেজিস্ট্রেশন না করেন এবং কাজ করতেই থাকেন, তাহলে কিন্তু তাদের ১০ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক জরিমানা দিতে হতে পারে।