প্রতিমাসের মতো এই মাসেও প্রকাশিত হলো রেশনের তালিকা। অর্থাৎ এই জানুয়ারি মাসে রেশনে কোন ধরনের কার্ডে-কী কী এবং কতটা বা কী পরিমাণ মাল পাওয়া যাবে সেই তালিকা প্রকাশ করা হয়েছে। তাই এই মাসে প্রথম রেশন যাওয়ার আগেই জেনে নিন আপনার জন্য এই মাসে ঠিক কী কী এবং কতটা পরিমানে খাদ্য সামগ্রী রেশন থেকে দেওয়া হবে।
সবার প্রথমে জেনে নিন যাদের SPHH ও PHH কার্ড রয়েছে তাদের জন্য জানুয়ারি মাসে কী কী মাল রয়েছে। এই ধরনের কার্ড যাদের রয়েছে, তারা পরিবারের সদস্য অনুযায়ী কার্ড অনুযায়ী ৩কেজি চাল, ১.৯ কেজি আটা, ২ কেজি গম পাবেন। এই ধরনের কার্ডের ক্ষেত্রে কিন্তু চিনি থাকবেনা।
এবার জেনে নিন যাদের AAY রেশন কার্ড রয়েছে তারা এই জানুয়ারি মাসে কী কী মাল পাবেন। তো সবার প্রথমে রয়েছে চাল। AAY রেশন কার্ডে কিন্তু মাথাপিছু কোনো মাল দেওয়া হবেনা। পরিবার প্রতি খাদ্যসামগ্রী নির্দিষ্ট করা হয়েছে। যাদের এই ধরনের কার্ড রয়েছে তারা পরিবার প্রতি ২১ কেজি চাল, ১৩.৩ কেজি আট বা ১৪ কেজি গম পাবেন। এবং সবশেষে ১ কেজি করে চিনি পাবেন।।
সবশেষে জেনে নিন যাদের RKSY-I এবং RKSY-II কার্ডে এই মাসে কী কী মাল পাওয়া যাবে। RKSY-I এবং RKSY-II কার্ডের ক্ষেত্রে কিন্তু খাদ্য সামগ্রী পাওয়ার ক্ষেত্রে বিরাট পার্থক্য রয়েছে। কারণ হলো- RKSY-I কার্ডে পরিবারের সদস্য পিছু ৫ কেজি চাল বিনামূল্যে দেওয়া হবে। কিন্তু অন্যদিকে RKSY-II কার্ড যাদের রয়েছে তারা এই মাসে চাল পাবেন মাত্র ২কেজি করে। এই ধরনের কার্ডে চাল ছাড়া আর কিছুই বিনামুল্যে পাওয়া যাবেনা।।