Friday, November 22, 2024

আধার কার্ড নিয়ে ঝামেলা শেষ! বাড়িতে এসে বাচ্চার আধার কার্ড বানিয়ে দেবে পোস্ট মাস্টার, লাগবে এতো টাকা

নতুন বছর অর্থাৎ ২০২৪ সাল থেকে আধার কার্ড তৈরির ক্ষেত্রে বিরাট পরিবর্তন আসতে চলেছে। পরিবর্তন টা এই যে- এই বছর থেকে আধার কার্ড তৈরির জন্য,সময় ও টাকা খরচ করে এদিক সেদিক আর দৌড়াতে হবে না। কারণ ২০২৪ সালে- বাড়িতে বসেই তৈরি হয়ে যাবে আপনার আধার কার্ড, তাও আবার কোনো ঝামেলা ছাড়াই।

ডাক বিভাগের ডিরেক্টর অনুসুয়া প্রসাদ চামোলার কথা অনুযায়ী, ২০২৪ সাল থেকে আধার কার্ড তৈরির ক্ষেত্রে বাবা মায়েরা বিরাট সুবিধা পাবেন। কারণ- নতুন বছরে ৫ বছরের কম বয়সী শিশুদের আধার কার্ড তৈরির জন্য তার মাতা-পিতাদের সরকারি দপ্তরের চক্কর কাটতে হবে না। নিকটবর্তী পোস অফিসের কর্মীরা বাড়িতে এসে তৈরি করে দিয়ে যাবে আধার কার্ড।

তবে বাড়িতে বসে বাচ্চার আধার কার্ড তৈরির বাবা বা মায়ের ফোনে ডাক বিভাগের পোস্ট ইনফো অ্যাপ থাকতে হবে। এই অ্যাপের মাধ্যমেই যাবতীয় কাজ করতে হবে বাচ্চার মা অথবা বাবাকে। বাড়িতে বসে আধার কার্ড তোদের জন্য সবার প্রথমেই পোস্ট ইনফে অ্যাপে নাম, ঠিকানা, যোগাযোগের নম্বর দিতে হবে, যাতে পরবর্তীতে সেই ঠিকানায় ডাক বিভাগের লোক যেতে পারেন।।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

A 4-5 year old girl holds Aadhaar card in her hand

এরপর ঠিকানা অনুযায়ী পোস্ট অফিসের লোক পাঠানো হবে বাচ্চার বাড়িতে। সেখানেই শেষ করা হবে আধার কার্ড তৈরির যাবতীয় কাজকর্ম। এর একটা বিশেষ সুবিধাও কিন্তু রয়েছে। সেটা হচ্ছে, এই কাজের জন্য কিন্তু আপনাকে এক টাকাও দিতে হবেনা। তবে মনে রাখবেন, যদি আপনি নিজের বাচ্চার আধার কার্ডের সঙ্গে নিজের মোবাইল নম্বর লিঙ্ক করাতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ৫০ টাকা দিতে হবে।।

আপনার জন্য
WhatsApp Logo