শুধুমাত্র মহিলা নয়! এবার মুখ্যমন্ত্রীর এক নতুন প্রকল্পের হাত ধরে রাজ্যের প্রচুর সংখ্যক নারী সহ, পুরুষ মানুষও পেতে চলেছেন প্রতিমাসে আর্থিক সাহায্য। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী এবং পুরুষ উভয়কেই আর্থিক দিক থেকে সাহায্য করতে আবারও একটি প্রকল্প শুরু করতে চলেছেন। যদিও এই প্রকল্পটি বেশ পুরোনো, তবে বেশ কিছুকাল বন্ধ থাকার পর মুখ্যমন্ত্রী পুনরায় এই বিশেষ প্রকল্পটি চালু করতে চলেছেন।
রাজ্য সরকারের এই বিশেষ প্রকল্পের হাত ধরে,রাজ্যের এক বিশেষ শ্রেণির মানুষ প্রতি মাসে কিছু আর্থিক সাহায্য পেয়ে থাকেন। কিন্তু কাদেরই বা দেওয়া সেই আর্থিক সাহায্য? আর কত টাকায় বা দেওয়া হয় সেই প্রকল্পের মাধ্যমে? জানতে হলে প্রতিবেদনটি পড়তে থাকুন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে যে নতুন প্রকল্পটি চালু করতে চলেছেন তার নাম হলো ‘লোকপ্রসার প্রকল্প’ এই প্রকল্পের হাত ধরে রাজ্যের নারী এবং পুরুষ উভয়ই প্রত্যক্ষ আর্থিক সাহায্য পেতে চলেছেন। লোকপ্রসার প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার প্রতি মাসে নারী এবং পুরুষ উভয়কেই প্রতি মাসে ১০০০ টাকা করে আর্থিক সাহায্য দিতে চলেছে। তবে সকলেই যে এই বিশেষ ভাতা পাবেন তেমনটাও কিন্তু নয়।
রাজ্য সরকারের তরফে ‘লোকপ্রসার প্রকল্প’টি চালু করা হয়েছে রাজ্যের লোকশিল্পীদের জন্য। লোকপ্রসার প্রকল্পের মাধ্যমে রাজ্যের লোকশিল্পীদেরই প্রতি মাসে মাসিক ভাতা হিসাবে এক হাজার টাকা করে দেওয়া হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং লোকশিল্পী- এমন যেকোন নাগরিক নারী-পুরুষ উভয়ই রাজ্য সরকারের এই বিশেষ প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারেন। আবেদন করার জন্য ‘https://wblpp.in/contact.html’ লিঙ্ক ভিজিট করে, যোগাযোগের করে নিকটবর্তী অফিসের ঠিকানা যোগার করে, সেই অফিসে গিয়ে আবেদন করতে হবে।