মাধ্যমিক পাশে ভারতীয় রেলের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ। এই নিয়োগ বিজ্ঞপ্তি ভারতীয় রেলওয়ের সাউথ ইস্টার্ন শাখার জন্য প্রকাশ করা হয়েছে। তাই আপনি যদি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন বিস্তারিত পড়ুন প্রতিবেদনটি এবং জেনে নিন আবেদন পদ্ধতি।
যে পদে কর্মী নিয়োগ হবে: নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে রেলের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ হবে। এখানে দুটি পদের জন্যই শূন্যপদ সংখ্যা রয়েছে ৬ টি।
শিক্ষাগত যোগ্যতা: চাকরিপ্রার্থীরা নূন্যতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক- উচ্চমাধ্যমিক পাশ সাথে রেলের স্কাউট এবং গাইডিংয়ের অভিজ্ঞতা থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন: দুটি পদের জন্যই মাসিক বেতন বিভিন্ন ভিন্ন এখানে। গুপ সি পদে চাকরিতে নিযুক্ত প্রার্থীদের মাসিক বেতন 5,200 টাকা থেকে 22,200 টাকা এবং গ্রুপ ডি পদে মাসিক বেতন 5,200 টাকা থেকে 22,000 টাকা পর্যন্ত দেয়া হবে।
বয়সসীমা: রেলের দুটি পদের জন্যই বয়সসীমা চাওয়া হয়েছে 30 থেকে 33 বছর। এছাড়াও ST/SC/PWD প্রার্থীরা বয়সের ছাড় পাবেন এখানে।
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরিপ্রার্থীদের 26/12/2023 তারিখের মধ্যে নিচে দেয়া ঠিকানায় আবেদনপত্র পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনপত্র ডাউনলোড করার লিঙ্ক নিচে দেয়া হয়েছে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: The Chairman, Railway Recruitment Cell, Bungalow No.12A, Garden, Reach, Kolkata-700043
আবেদন মূল্য: ST/SC/PWD প্রার্থীদের জন্য আবেদন মূল্য 500 টাকা এবং UR/OBC প্রার্থীদের জন্য আবেদন মূল্য 250 টাকা রাখা হয়েছে। এই টাকা কিভাবে পেমেন্ট করতে হবে তা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেয়া আছে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন।