আমাদের মধ্যে অনেকেই আছেন যারা অভাবের কারণে ব্যাংক থেকে লোন (Bank Loan) নিয়ে থাকেন। ব্যাংক থেকে লোন নেওয়াটা খারাপ কিছু না কিন্তু খারাপ ব্যাপার হচ্ছে ব্যাংক কর্মীদের খারাপ ব্যবহার এবং ভয়ংকর রকমের মানসিক চাপ দেওয়া।। যদি কেউ কোনো কারণে সময় মতো লোন শোধ না করতে পারে, তখন তার উপর ব্যাংক কর্মীরা যে চাপ দিয়ে থাকে বা খারাপ ব্যবহার করে থাকে- সেই সত্যিই খুবই খারাপ।।
কিন্তু এতোদিন সবার সাথে এই জিনিসটা ঘটলেও, এবার থেকে আর এরকমটা দেখা যাবেনা। কারণ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নিজেই এবার সেই সমস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, যারা ব্যাংক থেকে লোন নিয়েও সময়মতো শোধ করতে পারেন না। ফলে যাদের এতোদিন ব্যাংক লোন নিয়ে ভয় ছিল, তাদের আর এখন ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ RBI-এর নতুন নিয়মের জন্য, ব্যাংক চাইলেও আর আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারবেনা।
যারা ব্যাংক লোন সময় মতো শোধ করতে পারেন না, তাদের লোন ডিফল্ট হয়ে যায়। ফলে পরবর্তীতে যেমন লোন পেতে সমস্যা হয়, ঠিক তেমনই বতর্মান সময়েও ব্যাংক কর্মীদের হেনস্থার শিকার হতে হয়। কিন্তু এবার RBI-এই বিষয়ে হস্তক্ষেপ করেছে এবং লোন শোধ না দিতে পারলে সাধারণ মানুষকে যে হয়রানির শিকার হতে হয়, তা থেকে বাচানোর এক নতুন নিয়ম বের করেছে।
RBI-এর নতুন নিয়মে বলা হয়েছে-এবার থেকে যদি এমন হয় যে, আপনি লোন নিয়েছেন অথচ সময় মতো শোধ করতে পারবেন না, তাহলে আপনি সরাসরি ব্যাংকে গিয়ে বিষয়টা জানাতে পারবেন। ব্যাংকে জানানোর পর আপনার লোন রিস্টাকচার করা হবে। এটা করার মাধ্যমে, আপনাকে যে নির্দিষ্ট সময়ের মধ্যে লোন দিতে বলা হয়েছিল, সেই সময়ের পরিমাণ আরো বাড়ানো হবে। এবং আপনার যে EMI এর পরিমাণ ছিল, সেটাও কমানো হবে।। ফলে আপনি ধীরেসুস্থে ব্যাংকের লোন শোধ করতে পারবেন।। আর ব্যাংক লোনের জন্য আপনাকে আর চাপও দিতে পারবেনা।।