বর্তমানে সাধারণ মানুষ বিনামূল্যে যে রেশন পাচ্ছে-সেটা আর কতদিন পাওয়া যাবে সেটা নিয়ে অনেকের মনেই একটা প্রশ্ন ছিল। তবে কিছুদিন আগেই প্রধানমন্ত্রী সেই প্রশ্নের উত্তর দিয়ে বলেছেন -আগামী পাঁচ বছর আর,সাধারণ মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হবে। তবে এবার রেশনে শুধুমাত্র চাল,গম বা আটা নয়! চাল, আটার সঙ্গে সঙ্গে মিলবে আরও ৩৫ ধরনের নতুন আইটেম। কিন্তু নতুন আর কী কী পাওয়া যাবে আর কবে থেকেই বা পাওয়া যাবে-সেটাই জানাবো আজকের এই প্রতিবেদনে।।
করোনা মহামারী শুরু হওয়ার পর থেকে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দেশের দরিদ্র মানুষদের বিনামূল্যে রেশন দিয়ে যাচ্ছে। বর্তমানে করোনা না থাকলেও বিনামূল্য রেশন পরিষেবা এখনো চালু হয়েছে। তবে এখন সাধারণ মানুষ রেশন থেকে শুধুমাত্র চাল, আটা বা গম পেলেও, সরকারের তরফে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে- এবার শুধুমাত্র চাল, আটা নয়- প্রতিদিনই সাধারণ মানুষের ব্যবহারে আসে- এমন আরও ৩৫ ধরনের নতুন জিনিস দেওয়া হবে রেশন থেকেই।
ইতিমধ্যেই ডিসেম্বর মাস শুরু হয়ে যাওয়ায় সরকারের এই সিদ্ধান্ত এই মাসের কার্যকর হবে না। তবে মনে করা হচ্ছে আগামী জানুয়ারি মাসের পহেলা তারিখ থেকেই রেশনে এই নিয়ম লাভ হবে এবং তখন সাধারণ মানুষ রেশন থেকে চাল আটা বা গম সহ ডিম, দুধ, সাবান, রুটি,মশলা, সয়াবিন,ঘি, গুড়, জামাকাপড় সহ আরও অন্যান্য ধরনের জিনিসপত্র পাবেন। রেশন থেকেই নিত্য প্রয়োজনীয় সামগ্রী পেয়ে যাওয়ায়,সাধারণ মানুষকে তখন আর মুদি দোকানে সময় নষ্ট করতে হবে না।
তবে রেশনের চাল-আটার সঙ্গে আরও এত ধরনের সামগ্রী দেওয়ার ঘোষণা কিন্তু কেন্দ্র সরকারের নয়। আপাতত যোগী আদিত্য নাথের সরকারের তরফেই এই ঘোষণা করা হয়েছে। সুতরাং আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গে এই ধরনের কোনো সুবিধা পাওয়া যাবে না। তবে যোগী রাজ্যেও যে এই নীতি কার্যকর হবে-এমনটাও কিন্তু নিশ্চিত ভাবে বলা যায় না।