পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ বেকার যুবক-যুবতীদের জন্য সুখবর। ভারতীয় রেলের তরফ থেকে বিরাট আকারে কর্মী নিয়োগ করা হবে রেলের বিভিন্ন দপ্তরে। যার মধ্যে TTE অর্থাত্ টিকিট কালেক্টর পদের জন্য নিয়োগ করা হবে ১১,০০০ হাজারেরও বেশি কর্মী। শুধু তাই নয় TTE পদ ছাড়াও রেলের আরও বিভিন্ন ডিপার্টমেন্টের একদিন পদে হাজার হাজার কর্মী নিয়োগ করা হবে বলে জানা গেছে সূত্র থেকে।
মাসিক বেতন: আপাতত রেলের TTE পদের জন্য কর্মী নিয়োগ করা হবে আর এই পদের মাসিক বেতন চাকরিতে নিযুক্ত প্রার্থীদের ৩৫,০০০ হাজার টাকা দেয়া হবে। এছাড়া রয়েছে আরও নানান সুবিধা।
বয়সসীমা: চাকরিপ্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হলেই প্রার্থীরা রেলের TTE পদের জন্য আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা: চাকরিপ্রার্থীরা নূন্যতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পাশ এবং এই দুই বোর্ডে ৫০ শতাংশ নম্বর থাকলেই রেলের TTE পদের আবেদন করার যোগ্য।
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: রেলের TTE পদের জন্য এখনও আবেদন প্রক্রিয়া শুরু হয়নি। তবে সূত্রের খবর ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে রেলের TTE পদের জন্য আবেদন বিজ্ঞপ্তি বের হতে পারে।
নিয়োগ প্রক্রিয়া: চাকরিপ্রার্থীদের ১৫০ নম্বরের লিখিত পরীক্ষা এবং সবশেষে ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিতে নিয়োগ করা হবে।