আপনি হয়তো আমাদের দেশের একটা বিশেষ প্রকল্প সম্পর্কে জানেন না কিন্তু জানলে আপনিও বেশ অবাক হবেন। প্রকল্পটা হলো আমাদের দেশের কর্মহীন যুবক যুবতীদের জন্য। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয় মিলে এই বিশেষ প্রকল্পটা চালায়। এই প্রকল্পের সবচেয়ে বড়ো সুবিধা হলো- কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয় মিলে দেশের কর্মহীন বেকার যুবক-যুবতীদের প্রতিমাসে বেশ কিছু টাকা দিয়ে থাকে।
কিন্তু সমস্যা এই যে- দেশের বেশিরভাগ বেকার যুবক-যুবতী সরকারের এই প্রকল্প সম্পর্কে না জানায় তারা এর সুবিধা নিতে পারেন না। ফলে প্রতিমাসেও তাদের হাত থেকে কয়েক হাজার টাকা হাত ছাড়া হয়ে যায়। যদি আপনিও বতর্মানে কর্মহীন হয়ে থাকেন তাহলে জেনে নিন কোন প্রকল্পে সরকার বেকারদের টাকা দিয়ে থাকে এবং আপনিই বা কিভাবের এর সুবিধা নিতে পারবেন।।
রাজ্য এবং কেন্দ্র সরকার মিলে যৌথভাবে প্রতিমাসে এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবক-যুবতীরদের ২,৫০০ টাকা করে দিয়ে থাকে। ২৫০০ টাকা ৬০% দেয় রাজ্য সরকার এবং বাকি ৪০% দেয় কেন্দ্র সরকার। তবে সকল বেকারই যে এই প্রকল্পের সুবিধা তেমনটাও নয়। যাদের শিক্ষাগত যোগ্যতা অন্ততপক্ষে উচ্চমাধ্যমিক এবং যাদের নাম’ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’-এ নথিভুক্ত আছে, তারাই এই সুবিধা পাবেন।
‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’-এ নাম নথিভুক্ত থাকা যেসব বেকর যুবক-যুবতী কোনো একটা ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন, তারা এর সুবিধা পাবেন। প্রশিক্ষণের পর তারা যতদিন পযর্ন্ত না কোনো ভালো কাজ পাচ্ছেন, ততোদিন পযর্ন্ত তারা কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছ থেকে প্রতিমাসে ভাতা হিসাবে ২,৫০০ টাকা করে পাবেন। তবে বতর্মানে এই প্রকল্পের সুবিধা কিন্তু আমাদের রাজ্যে নেই। বতর্মানে আসাম, ওড়িশা,ছত্তিশগড়, ঝাড়খন্ড এবং উত্তরাখণ্ডের ছেলে মেয়েরাই এই প্রকল্পের সুবিধা পাবেন।