Friday, November 22, 2024

এই কার্ড থাকলেই কেল্লাফতে! মাসে ৩,০০০ টাকা করে দেবে কেন্দ্র সরকার, এই দিন মিলবে টাকা

আমাদের দেশে শ্রমজীবী মানুষের সংখ্যা কম নয়। একটি রিপোর্ট অনুযায়ী ভারতের প্রায় ৪০ কোটিরও বেশি মানুষ শ্রমজীবী পেশার সঙ্গে যুক্ত। কেউ দিনমজুর, কেউ কৃষক থেকে শুরু করে আরো অন্যান্য বহু শ্রমজীবী পেশার সাথে যুক্ত আছে ভারতের বহু মানুষ। তাই সেই সমস্ত মানুষকে আর্থিক সাহায্য করতে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ই শ্রম কার্ড ( E- Shram Card) চালু করা হয়েছিল।

এই ই শ্রম কার্ডের উদ্দেশ্য হচ্ছে ভারতের বহু ক্ষুদ্র পেশা অথবা যারা শ্রমজীবী পেশার সঙ্গে যুক্ত এমন মানুষকে আর্থিক সাহায্য করা। প্রতিমাসে ই শ্রম কার্ডের মাধ্যমে তাদের ৩,০০০ টাকা করে পেশন দেয়া থেকে শুরু করে আরও একাধিক সুবিধা মিলে এই ই-শ্রম কার্ডের মাধ্যমে। এছাড়াও কেন্দ্র সরকারের একটি রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত ভারতের প্রায় ২০ কোটি মানুষের পরিবার এই ই-শ্রম কার্ডের সুবিধা ভোগ করছেন এবং প্রতি মাসে ৩,০০০ টাকা থেকে শুরু করে আরও অন্যান্য সুবিধা পাচ্ছেন তাঁরা।

Poor middle age man

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

একজন ব্যক্তি ৬০ বছরের উর্ধ্বে হলেই এই ই শ্রম কার্ডের মাধ্যমে প্রতিমাসে ৩,০০০ টাকা করে পেনশন পান। এই টাকা কেন্দ্রের তরফ থেকে উক্ত ব্যক্তির ব্যাংক একাউন্টে সরাসরি পাঠানো হয়। এছাড়াও ইতিমধ্যেই যারা কেন্দ্রের বিভিন্ন প্রকল্প PMAY, PMJAY, PM Kisan সহ একাধিক প্রকল্পএরও সুবিধা পাওয়া যায় এই কার্ডের মাধ্যমে। এছাড়াও একজন শ্রমজীবী মানুষ কর্মরত অবস্থায় পঙ্গু হলে গেলে তাকে ১ লক্ষ টাকা অপরদিকে কেউ কর্মরত অবস্থায় মারা গেলে তার পরিবারকে ২ লক্ষ টাকা দেয়া হয় ই শ্রম কার্ডের মাধ্যমে।

১৬ থেকে ৫৯ বছর বয়সী একজন ব্যক্তি যিনি শ্রমজীবী পেশার সঙ্গে যুক্ত তিনি eshram পোর্টালে গিয়ে ই শ্রম কার্ডের আবেদন করতে পারেন এবং তার ৬০ বছর বয়স হলেই প্রতিমাসে ৩,০০০ টাকা করে পেনশন পাবেন। তবে যারা এখন পর্যন্ত এই ই শ্রম কার্ডের মাধ্যমে কোন পেশন পাচ্ছেন না তাঁরা খুব শিগগিরই টাকা পেতে শুরু করবেন বলে জানা গিয়েছে।

আপনার জন্য
WhatsApp Logo