Friday, November 22, 2024

সিন্ডিকেটদের মাথায় বাজ! এবার মাত্র ২৫ টাকা কেজিতে চাল বিক্রি হবে পুরো দেশে, বড় পদক্ষেপ কেন্দ্রের

মাত্র ২ টাকা দরে সাধারণ মানুষের কাছে চাল পৌঁছে দেওয়ার জন্য ২০১৬ সালে আমাদের রাজ্যে চালু হয়েছিল খাদ্য সাথী প্রকল্প। ২০১৬ সালের খাদ্যসাথী প্রকল্পের পর, এবার পুরো দেশে চালু হতে যাচ্ছে সরকারের আরেক বিশেষ প্রকল্প। যা একটি কেন্দ্রীয় সরকারের প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে- এবার ভালো মানের চাল পাওয়া যাবে মাত্র ২৬ টাকায়। শুনতে অবাক লাগলেও এটাই হতে যাচ্ছে। কিন্তু কেন এতো কম দামে চাল দেওয়া হবে? জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে দেখুন।।

মুদ্রাস্ফীতির বাজারে প্রতিটা জিনিসের দামই একলাফে আকাশ ছোঁয়া হয়। অন্যান্য জিনিসের মতো তার প্রভাব এসে পড়ে চাল, আটাতেও। চাল, ডাল, আটা- এই তিনটে জিনিসের দাম যদি হঠাৎ পেতে পাই তাহলে তার প্রভাব সবার আগে এসে পড়ে সাধারণ মানুষের উপরেই। এবার যাতে সাধারণ মানুষের উপর মুদ্রাস্ফীতির কোন ভয়ঙ্কর প্রভাব না পড়ে,সেজন্য আগে থেকেই সরকার এই উদ্যোগ নিয়েছে।

Ration shop pictures

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সাধারণ মানুষের কোন খারাপ না করে সেজন্য সরকার কম দামে দরিদ্র শ্রেণীর মানুষের ঘরে খাদ্য সামগ্রী সংগ্রহ সঠিক রাখার জন্য ভারত আটা, ভারত ডালের পর এবার আনতে চলেছে ভারত চাল। এই ভারত চালের বিশেষত্ব হলো- অন্যান্য চালের থেকে অনেক কম দামে পাওয়া যাবে এই ভারত চাল। সরকারি আউটলেট গুলো থেকে মাত্র ২৫ টাকাতেই ভারত চাল পাওয়া যাবে।।

তবে শুধুমাত্র ভারত চাল নয়! কম দামে সাধারণ মানুষের জন্য ২৭.৫০ টাকায় ভারত আটা এবং ৬০ টাকা কেজি দামে ভারত ডালও পাওয়া যাবে।। এইভাবে কম দামে খাদ্য সামগ্রী সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়া এবং ন্যাশনাল কো-অপারেটিভ কনজ্যুমার ফেডারেশন অব ইন্ডিয়া লিমিটেড- ভারত চাল সহ অন্যান্য পন্য বিক্রির ব্যবস্থা শুরু করেছে।।

আপনার জন্য
WhatsApp Logo