চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর নিয়ে এলো হাজির হলো বন্ধন ব্যাংক। জানা গেছে উচ্চমাধ্যমিক পাশে অজস্র কর্মী নিয়োগ করবে বন্ধন ব্যাংকের HR department. সেই সাথে মাসিক বেতনও এখানে খুবই ভালো দেয়া হবে চাকরিপ্রার্থীদের। তাই আপনি যদি বন্ধন ব্যাংকে চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন শেষ পর্যন্ত পড়ুন প্রতিবেদনটি।
যে পদে কর্মী নিয়োগ হবে: নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে বন্ধন ব্যাংকের বিভিন্ন শাখাতে Post -Back Office Executive, Relationship Manager, Executive officer, Data Entry Operator, KYC Verification এবং Banking Officer পদে কর্মী নিয়োগ করা হবে
শিক্ষাগত যোগ্যতা: চাকরিপ্রার্থীরা নূন্যতম শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ এবং এর বেশি শিক্ষাগত যোগ্যতা থাকলেও বন্ধন ব্যাংকের বিভিন্ন পদ গুলোর জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা: চাকরিপ্রার্থীদের জন্য এখানে বয়সের সীমা রাখা হয়েছে ১৮ থেকে ৩৫ বছর। ১৮ থেকে ৩৫ বছর বয়সী ব্যক্তিরা এখানে আবেদনের যোগ্য।
মাসিক বেতন: চাকরিতে নিযুক্ত প্রার্থীদের এখানে মাসিক বেতন দেয়া হবে ১৪,৩০০ থেকে ২৬,৫০০ টাকা।
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ: ইচ্ছুক চাকরিপ্রার্থীদের ৩১/১/২০২৪ এর মধ্যে নিচে দেয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি আবেদন করে দিতে হবে। এছাড়াও আবেদন সংক্রান্ত যে কোন সাহায্যর জন্য বন্ধন ব্যাংকের HR department এর 7890889909 নম্বর এবং ইমেইল corporatebank.india@gmail.com এ যোগাযোগ করতে বলা হয়েছে।
আবেদন করুন: ক্লিক করুন এখানে।