নির্দিষ্ট সময়ের মধ্যে নিজের আধার কার্ড আপডেট করানোর জন্য UIDAI থেকে বার বার নির্দেশ জারি করা হয়ে থাকে। এবার আবারও নতুন করে UIDAI-থেকে আধার কার্ড আপডেট নিয়ে একটা বড়োসড়ো ঘোষণা করা হয়েছে।
আধার কার্ড আপডেট নিয়ে UIDAI থেকে কী ঘোষণা করা হয়েছে সেটা জানার আগে অন্য একটা বিষয় জেনে নিন। এখন মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই নানা সরকারি সুবিধার পাওয়ার ক্ষেত্রে নিজের বয়সের কারচুপি করে থাকে। অর্থাৎ তাদের যে আসল বয়স, সেটা না দিয়ে তারা নিজের ভুল বয়স অনেক জায়গাতেই ব্যবহার করেন যাতে তারা সেই সরকারি সুবিধাটা পেতে পারেন।
এই ধরনের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। ফলে নানা ক্ষেত্রে সরকারি কাজে নানা অসুবিধাও হচ্ছে। অনেকে এই ধরনের কাজের জন্য বা নিজের বয়সের গোলমাল করার জন্য আধার কার্ড আপডেট কে ব্যবহার করছে। কারণ আধার কার্ড আপডেটের সময় অন্যান্য তথ্যের সাথে নিজের বয়সও পরিবর্তন করা যায়। এইভাবে অনেকেই নিজের বয়সের পরিবর্তন করে, পরে সেই আধার কার্ড ই নিজের বয়সের প্রমানপত্র হিসাবে ব্যবহার করছে।।
সেইকারণেই UIDAI থেকে এবার বলা হয়েছে, এখন থেকে আর আধার কার্ডকে নিজের প্রধান বয়সের প্রমানপত্র হিসাবে ব্যবহার করা যাবেনা। যদি করতেই হয় তাহলে আধার কার্ডের সঙ্গে নিজের জন্ম সার্টিফিকেটও জমা দিতে হবে।। স্কুল, কলেজ সহ অন্যান্য জায়গা এবং পেনশন পাওয়ার ক্ষেত্রেও এই নিয়ম হবে। কিন্তু এভাবে যেমন দেশে প্রতারণা কম হবে আবার একটা সমস্যাও আছে। সেটা হচ্ছে, আমাদের দেশের বেশিরভাগ বৃদ্ধ লোকেরই কোনো জন্ম সার্টিফিকেট নেই। তাই তাদের ক্ষেত্রে এই নিয়ম কীকরেই বা কাজ করবে এবং এতে তাদের যে সমস্যা হবে, সেই সমস্যার সমাধানই বা কী সেটাই এখন বড়ো প্রশ্ন।